• খোদ বিচারকদের আবাসনেই দৃষ্কৃতীদের দৌরাত্ম্য! উঠল সিবিআই তদন্তের দাবি..
    ২৪ ঘন্টা | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  খোদ বিচারকদের আবাসনেই এবার দুষ্কৃতীদের দৌরাত্ম্য! সিবিআই তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মতে, 'নিম্ন আদালতকে প্যানিক করে রাখা হয়েছে। পুলিসের বিরুদ্ধে অভিযোগ, তাই পুলিস দিয়ে হবে না'। কেন্দ্রীয় আইনমন্ত্রীকে পদক্ষেপ করার আর্জি জানিয়ে চিঠি লিখলেন বিজেপির রাজ্য় সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

    ঘটনাটি ঠিক কী? ডায়মন্ড হারবারে ফৌজদারি আদালতের বিচারকদের আবাসন। নাম, 'জাজেস আবাসন'। অভিযোগ, রাতের অন্ধকারে সেই আবাসনের গেটের কাছে কালো কাপড় বেঁধে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে  এক দুষ্কতীকে। ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্য়ামেরায়। ঘটনায় রীতিমতো ক্ষুদ্ধ আইনজীবী। বার অ্যাসোসিয়শনের তরফে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। 

    শুভেন্দু বলেন, 'রাত্রিবেলা জাজদের আবাসনে আলো বন্ধ করে, কালো পোশাক করে ফলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর শামিমরা কী করেছে দেখুন। কোন রাজ্যে বসবাস করছি আমরা! আমি রাজ্যপালকে লিখব যে, এই অভিযোগ সিবিআইকে হস্তান্তর করার নির্দেশ বা পরামর্শ দিন মুখ্য়সচিবকে। যদি না করে সরকার, আগামী সোমবার জনস্বার্থ মামলা করব'।

    তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, 'যদি কোথাও কারোরও কোন অভিযোগ থেকে থাকে, সেটা দেখতে হবে, তারা কেন অভিযোগ করেছেন। ঘটনাটি আসলে কী ছিল, কেন এই ধরণের ধারনা তৈরি হল। বিচারকদের আমরা সবসময় শ্রদ্ধা করি। এখন সত্য়ি কোনও ঘটনা ঘটেছে নাকি কোনও ঘটনাকে কেউ বা কারা ভুল বুঝেছেন। আপাত দৃষ্টি নিশ্চিতভাবে বিষয়টি আপত্তিকর। কারণ, বিচারকদের তরফে অভিযোগ আসছে'।

  • Link to this news (২৪ ঘন্টা)