ঘটনাটি ঠিক কী? ডায়মন্ড হারবারে ফৌজদারি আদালতের বিচারকদের আবাসন। নাম, 'জাজেস আবাসন'। অভিযোগ, রাতের অন্ধকারে সেই আবাসনের গেটের কাছে কালো কাপড় বেঁধে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে এক দুষ্কতীকে। ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্য়ামেরায়। ঘটনায় রীতিমতো ক্ষুদ্ধ আইনজীবী। বার অ্যাসোসিয়শনের তরফে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।
শুভেন্দু বলেন, 'রাত্রিবেলা জাজদের আবাসনে আলো বন্ধ করে, কালো পোশাক করে ফলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর শামিমরা কী করেছে দেখুন। কোন রাজ্যে বসবাস করছি আমরা! আমি রাজ্যপালকে লিখব যে, এই অভিযোগ সিবিআইকে হস্তান্তর করার নির্দেশ বা পরামর্শ দিন মুখ্য়সচিবকে। যদি না করে সরকার, আগামী সোমবার জনস্বার্থ মামলা করব'।
তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, 'যদি কোথাও কারোরও কোন অভিযোগ থেকে থাকে, সেটা দেখতে হবে, তারা কেন অভিযোগ করেছেন। ঘটনাটি আসলে কী ছিল, কেন এই ধরণের ধারনা তৈরি হল। বিচারকদের আমরা সবসময় শ্রদ্ধা করি। এখন সত্য়ি কোনও ঘটনা ঘটেছে নাকি কোনও ঘটনাকে কেউ বা কারা ভুল বুঝেছেন। আপাত দৃষ্টি নিশ্চিতভাবে বিষয়টি আপত্তিকর। কারণ, বিচারকদের তরফে অভিযোগ আসছে'।