• কোনও শর্ত রেখে আলোচনা হয় না, চিকিৎসকদের দাবি নিয়ে সাফ বার্তা মুখ্য সচিবের
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কর্মবিরতি, আন্দোলন সর্বোপরি অচলাবস্থা কাটাতে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে দুবার আহ্বান জানানো হয়েছে। তবে দ্বিতীয় চিঠির পরেও, চিকিৎসকদের পক্ষ থেকে আলোচনার জন্য সদর্থক বক্তব্য আসেনি। বুধবার সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সাফ জানালেন, 'আমরা চেয়েছিলাম খোলামেলা আলোচনা, শর্ত দিয়ে আলোচনা হয় না।'

    একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছিল, ১০ তারিখ, অর্থাৎ মঙ্গলবার বিকেলের মধ্যে সকলকে কাজে ফিরতে। রাজ্য সরকারের তরফ থেকেও একই আর্জি জানানো হয়েছে। তবে একগুচ্ছ দাবি নিয়ে, এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের সামনে।

    মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের জন্য নবান্নতে অপেক্ষা করেন খোদ মুখ্যমন্ত্রী। তবে সেই ইমেল স্বাস্থ্য সচিবের তরফ থেকে পাঠানো হয়েছিল বলে, আন্দোলনকারীরা যানানি। বুধবার পুনরায় নবান্নতে আলোচনার বার্তা দেন রাজ্যের মুখ্যসচিব। তবে চিঠির পাল্টা, পাঁচ দফা দাবি জানান জুনিয়র চিকিৎসকরা।

    তারপরেই পুনরায় সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যসচিব, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মনোজ পন্থ বলেন, স্বাস্থ্য পরিকাঠামোয় আরও উন্নতি, নিরাপত্তার বিষয়ে কী কাজ করছে রাজ্য সরকার তা জানানো, এবং এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলা উদ্দেশ্য ছিল। তবে এই চিঠির উত্তর যে সদর্থক নয়, জানিয়ে দিলেন মুখ্যসচিব।

    এদিন তিনি বলেন, 'কোনও শর্ত রেখে আলোচনা করা যায় না। আমরা চেয়েছিলাম খোলামেলা আলোচনা হোক। আসেনি, এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা আশা করব, ওরা মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ এবং আমাদের আর্জি মেনে কাজে ফিরে আসবে। মানুষের প্রতি দায়িত্ব সুন্দরভাবে পালন করবে।' তাঁদের কর্মবিরতিতে সাধারণ মানুষের প্রতি পরিষেবা ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন মুখ্যসচিব।
  • Link to this news (আজকাল)