• কান্দিতে ড্রোন উড়িয়ে কৃষিকাজ করার প্রদর্শনী
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কান্দি: ড্রোন উড়িয়ে কীভাবে কৃষি কাজে সহজে সফলতা পাওয়া যায় তা হাতেকলমে চাষিদের দেখান হল। বুধবার কান্দি কৃষি খামারে প্রদর্শনীমূলক একটি ড্রোন ওড়ানো হয়। কান্দি মহকুমা কৃষি দপ্তরের পক্ষ এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন এলাকার পাঁচটি ব্লকের সহকারি কৃষি অধিকর্তারা ছাড়াও অসংখ্য চাষি। বেলা দেড়টা নাগাদ সেখানে ড্রোন উড়িয়ে চাষিদের হাতে রিমোট তুলে দেন অধিকর্তারা। এরপর কিভাবে কীটনাশক ও রোগনাশক স্প্রে, রাসায়নিক সার কিভাবে ছড়ান যায় তা বোঝান হয়। এবিষয়ে কান্দি মহকুমা কৃষি সহকারি কৃষি অধিকর্তা পরেশনাথ বল জানান, কৃষি ক্ষেত্রে বিপ্লব আনছে ড্রোন পদ্ধতি। তাই 

    এই এলাকার চাষিদের এর সুফল কিভাবে পাওয়া যায় সেটা দেখানোর জন্যই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)