• দুর্গাপুরে ব্যবসায়ীর কোটি টাকা লুটে তমলুক থেকে গ্রেপ্তার আরও ১
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দুর্গাপুর: দিল্লির ব্যবসায়ীর ১কোটি ১লক্ষ টাকা লুটের ঘটনায় মঙ্গলবার ফের এক অভিযুক্তকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিস। ধৃতের নাম মধুসূদন বাগ। তার বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক ৫দিনের পুলিসি হেপাজতের নির্দেশ  দেন। চলতি মাসের ৫তারিখে ১৯নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর ডিভিসি মোড়ের কাছে ১কোটি ১লক্ষ টাকা লুট হয়। ঘটনায় অভিযোগ দায়ের হয় দুর্গাপুর থানায়। ক্রাইম ব্রাঞ্চের পুলিস পরিচয় দিতে ওই টাকা লুঠ করা হয় বলে অভিযোগ। ওই টাকা দিল্লির এক রেলের ঠিকাদার মুকেশ চাওলার ছিল। তাঁর কর্মীরা চারচাকা গাড়ি করে কলকাতা নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করে পুলিস দুর্গাপুর থানার এক এএসআই ও দু’জন পুলিস কর্মী সহ ছয় জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে দু’জনকে হেপাজতে নিয়ে পুলিস ঘটনার তদন্ত শুরু করে। ওই ঘটনায় অভিযুক্ত আরও একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃত মধুসূদন বাগ বলে, আমাকে মুকেশ চাওলা ৫০লক্ষ টাকা দিয়েছিল। কেন দিয়েছিল জানি না। ডিসি(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, এই চক্রে আরও অনেকেই যুক্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)