• ঘাটালে ঝুমি নদীতে ভাসছে মরা মাছ
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: ঝুমি নদীর জলে ভাসছে মাছ ও জলজ প্রাণী। এনিয়ে বুধবার সকাল থেকেই ঘাটাল ব্লকের খাসবাড় চাঞ্চল্য ছড়িয়েছে। জলে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটছে বলে অনুমান করা হচ্ছে। ঘাটাল ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য বলেন, বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি। তবে সত্যিই যদি বিষক্রিয়ার ফলে মাছগুলি মারা যায়, তাহলে সেই মাছ যাতে কেউ না খান সেবিষয়ে সবাইকে অনুরোধ করব।

    এদিন ভোর থেকেই নদীতে বিভিন্ন ধরনের মাছ ভাসতে দেখা যায়। সেইসঙ্গে জলজ ছোট প্রাণীও ভেসে যায়। চিংড়ি মাছের সংখ্যাই বেশি ছিল। নদীতে নেমে বহু মানুষকে সেই মাছ ধরতেও দেখা যায়। এলাকার বাসিন্দা সোমেশ সেন, নেপাল চৌধুরী, বিকাশ আদক প্রমুখ জানান, কিছু মানুষ সহজে মাছ ধরার জন্যই নদীর জলে বিষ মিশিয়ে দেয়। এর ফলে মাছগুলি বিষক্রিয়ায় ভেসে যায়। 
  • Link to this news (বর্তমান)