• গজরাজের ছবি তুলতে হুড়োহুড়ি
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার সকালে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের মূর্তি নদীর ধারে হাতি দেখতে মানুষের ভিড় উপচে পড়ল। হাতিটি পার্শ্ববর্তী চাপড়ামারি জঙ্গল থেকে বেরিয়ে মূর্তি নদীর ধারে চলে আসে। খবর ছড়িয়ে পড়তেই হাতির ছবি তুলতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ হাতিটি ওখানেই থাকে। পরে হাতিটি মূর্তি নদী পেরিয়ে ফের চাপড়ামারি জঙ্গলে ফিরে যায়। মাঝেমধ্যেই চাপড়ামারি জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী চলে আসে কিলকোট চা বাগানে।
  • Link to this news (বর্তমান)