• সিতাই থেকে বিজেপিকে মুছে ফেলার টার্গেট জগদীশের, পাল্টা হুঙ্কার পদ্মের
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: পুজোর আগেই সিতাই বিধানসভা থেকে বিজেপিকে নির্মূল করার অভিযানে নেমেছেন কোচবিহারের সাংসদ তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন, বিজেপির হাত থেকে এমপি আসনটি আমরা ছিনিয়ে নিয়েছি। ভোটে হেরে ওরা এখন পাগলের প্রলাপ করছে।  ওদের যদি ক্ষমতা থাকে তবে ওদের দলের পরাজিত প্রার্থী প্রাক্তন স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীকে সিতাই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করুক। আরও একবার ওঁকে হারাব। বিজেপি ছেড়ে দলে দলে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছে। এবারে পুজোর আগেই সিতাই বিধানসভা বিজেপিশূন্য হবে। 

    কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, সিতাইয়ের উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন তা ঠিক করবে দলের রাজ্য নেতৃত্ব। জগদীশবাবুর এ বিষয়ে মন্তব্য করার এক্তিয়ার নেই। বিজেপিকে নিশ্চিহ্ন করতে দেওয়া মানেই উপনির্বাচনে আরও বেশি করে রিগিং করার সুযোগ। মানুষের উপর ভরসা না রেখে ভোটে জিততে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন কোচবিহারের সাংসদ। যদিও প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে বুধবার একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়েছে। তিনি উত্তর দেননি।  
  • Link to this news (বর্তমান)