• ১০ লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত খালপাড়ায়
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সামনেই উৎসবের মরশুম। এবার দুর্গাপুজোর দশমীর পরের দিন থেকেই চালু হচ্ছে বাজি বাজার। তারআগেই শিলিগুড়িতে অবৈধভাবে বাজি বিক্রি রুখতে তৎপর পুলিস। মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে পুলিস উদ্ধার করে ১০ লক্ষ টাকার শব্দবাজি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রৌণক আগরওয়াল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। 

    পুলিস জানিয়েছে, খালপাড়ার গান্ধী ময়দান সংলগ্ন এস পি মুখোপাধ্যায় রোডে অভিযান চালিয়ে ওই বিপুল টাকার বাজি বাজেয়াপ্ত হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডেপুটি পুলিস কমিশনার দীপক সরকার বলেন, শব্দবাজির বিরুদ্ধে পুলিসের অভিযান চলবে। পরিবেশ দূষণ ও শব্দ দূষণ রুখতেই এই ধরপাকড়। 

    সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, অবৈধভাবে বাজি বিক্রি বন্ধ করতে ব্যবসায়ীদের বলেছি। যাদের বাজি বিক্রি করার লাইসেন্স নেই, যারা অবৈধভাবে বাজি মজুত করছে তাদের বিরুদ্ধে পুলিস যাতে অবশ্যই পদক্ষেপ নেয়। আমরা এবছর দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের পরের দিন থেকেই বাজি বাজার চালু করে দেব। এ জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।
  • Link to this news (বর্তমান)