• পেনশন নিয়ে সতর্ক করল নিয়ন্ত্রক সংস্থা
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেনশন পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে। আর সেই ফাঁদে পড়েই টাকা খোয়াচ্ছেন বহু মানুষ। এই বিষয়ে সতর্ক করল পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ)। তারা জানাচ্ছে, পেনশন মেটাতে সরকার কোনও টাকা দাবি করে না। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে পেনশন দেওয়ার ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে পিএফআরডিএ। এটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত একটি স্বনিয়ন্ত্রিত ও বিধিবদ্ধ সংস্থা। তারা মূলত ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) এবং অটল পেনশন যোজনা নিয়ন্ত্রণ করে। তাদের বক্তব্য, এই সংস্থার নাম করে কিছু অসাধু ব্যক্তি পেনশনের টাকা পাইয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। কিছু মানুষ সেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। 
  • Link to this news (বর্তমান)