• নেতা-অভিনেতা বাদ দিয়ে কমিটি
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিপাড়ায় নারী নির্যাতনের ঘটনার অভিযোগ এলে তার তদন্ত করবে বিশেষ কমিটি। হেমা কমিটির আদলেই তা গঠন করবে রাজ্য সরকার। এই বিষয়ে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনার জন্য ডেকে পাঠিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। পাঁচ সদস্যের এই কমিটিতে রাজনীতি এবং সিনেমা জগতের কেউ যাতে না থাকে, এই আবেদন করেছিলেন অভিনেত্রী। তাঁর এই প্রস্তাব মেনেই রাজ্যের তরফে এই বিশেষ কমিটি গড়া হয়েছে বলেই সমজামাধ্যমে তিনি নিজেই পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে মহিলা চিকিৎসক থেকে শুরু করে মহিলা আইনজীবীদের নিয়ে এই কমিটি গড়া হয়েছে। এই বিষয়ে ঋতাভরীর বক্তব্য, এটাই হল টলিপাড়ায় নারী নির্যাতনের ঘটনায় ইতি টানার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ।
  • Link to this news (বর্তমান)