• চোখের জলে স্কুল ছাড়লেন শিক্ষিকা
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: শিক্ষিকার বদলি রুখতে সবরকম চেষ্টা করেছিল পড়ুয়া ও অভিভাবকরা। তা সম্ভব হয়নি। অবশেষে বুধবার বিদায় বেলায় শিক্ষিকাকে জড়িয়ে ধরে কেঁদে ভাসাল পড়ুয়ারা। বুধবার এমনই ঘটনা ঘটল দেগঙ্গার পূর্ব চ্যাংদানা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, পূর্ব চ্যাংদানা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকা ও দু’জন শিক্ষক। পিপি থেকে চতুর্থ শ্রেণিতে ৪২ জন পড়ুয়া রয়েছে। স্কুলের শিক্ষিকা প্রিয়াঙ্কা পাঠক বদলি হয়ে যাচ্ছেন অন্য স্কুলে। বুধবার স্কুলের পড়ুয়ারা তাদের প্রিয় শিক্ষিকাকে যেতে দেবে না বলে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়ে। সন্তান স্নেহের পড়ুয়াদের কান্না দেখে নিজেও কেঁদে ফেললেন শিক্ষিকা। উল্লেখ্য, মঙ্গলবার শিক্ষিকার বদলি রুখতে পড়ুয়া ও অভিভাবকরা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতির দারস্থ হন। তারপর এদিন চোখের জলে বিদায় দেওয়া হল শিক্ষিকাকে। এনিয়ে শিক্ষিকা প্রিয়াঙ্কাদেবী বলেন, ছাত্রীদের এই আবেগ দেখে আমিও আপ্লুত। কিন্তু করার কিছু নেই। সরকারি নিয়ম মেনেই আমাকে বদলি হতে হচ্ছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)