• রেললাইনের জয়েন্ট বক্সের তার চুরি: এলাকা চষে দুই অভিযুক্তকে ধরল গোয়েন্দা সারমেয়
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যান্ডেল-নৈহাটি লিঙ্ক লাইনে আচমকাই বিভ্রাট। মঙ্গলবার সকাল ৭.৫৫ মিনিটে হঠাৎই লাইনের ট্র্যাক সার্কিট বসে যায়। এর ফলে সিগন্যালিং ব্যবস্থা বিঘ্নিত হয়। প্রভাব পড়ে ট্রেন চলাচলে। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে সিগন্যাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসার ঘটনাস্থলে পৌঁছে চমকে ওঠে। তিনি দেখেন, ট্র্যাক সার্কিটের জয়েন্ট বক্সের তামার তার চুরি হয়ে গিয়েছে। অভিযোগ, মোটা ওই তারের ভিতরে থাকা তামা বিক্রি করে মোটা টাকা কামাচ্ছে কিছু অসাধু ব্যক্তি। পরিষেবা চালু রাখতে তারের দ্রুত প্রয়োজনীয় মেরামতির কাজ করা হয়।

    ততক্ষণে রেল রক্ষী বাহিনীর (আরপিএফ) জওয়ানরা এলাকায় পৌঁছে গিয়েছেন। প্রাথমিক তদন্তে উঠে আসে অভিযুক্তরা স্থানীয় এলাকায় ঘোরাফেরা করে। তার ভিত্তিতে হাওড়া ডগ স্কোয়াড থেকে প্রশিক্ষিত স্নিফার রাসেলকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। তার চুরি হয়েছে যে জয়েন্ট বক্স থেকে, সেই এলাকা সহ আশপাশ দীর্ঘসময় ঘুরে দেখে ওই গোয়েন্দা সারমেয়। এরপর গন্ধ শুঁকে আশপাশ এলাকা চষে বেড়ায় রাসেল। তখনই রেলের তার চুরি কাণ্ডে যুক্ত বলে দুই যুবককে চিহ্নিত করে প্রশিক্ষিত এই গোয়েন্দা কুকুর। আরপিএফ তাদের পাকড়াও করে। রেল আইন অনুযায়ী সুনির্দিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
  • Link to this news (বর্তমান)