• লিলুয়া স্টেশনে নয়া ফুটওভার ব্রিজ চালু
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যস্ত সময়ে লিলুয়া স্টেশনে প্ল্যাটফর্ম বদল করতে হলে ছিল একটি মাত্র ফুটওভার ব্রিজ (এফওবি)। এর ফলে রোজই সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ যাত্রীদের। অফিস টাইমে ওই একমাত্র এফওবি দিয়ে চলাফেরা করা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল। ফলে লিলুয়া স্টেশনে আরও একটি এফওবি নির্মাণ একান্ত আবশ্যক হয়ে পড়েছিল। সম্প্রতি তিন মিটার চওড়া সেই এফওবি তৈরির কাজ শেষ করল হাওড়া ডিভিশন। নয়া এই সেতু নির্মাণের ফলে যাতায়াত করতে যাত্রীদের অনেক সুবিধা হবে বলে রেলকর্তাদের দাবি। তাঁরা জানান, নির্মাণ মূলত রাতে সম্পন্ন হয়েছে, যাতে পরিষেবা ন্যূনতম বিঘ্নিত হয়। 
  • Link to this news (বর্তমান)