• আজ কলকাতা-সহ ১৩ জেলায় হলুদ সতর্কতা, সপ্তাহান্তে বৃষ্টি-দুর্যোগ আরও বাড়বে?
    আজ তক | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • সপ্তাহান্তে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস।  হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে  কলকাতা-সহ বাংলার সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গভীর নিম্নচাপ যেটি ছিল তা বাংলা থেকে অনেক দূরে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়া সপ্তাহান্তে কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক।

    নিম্নচাপ রাজ্য থেকে অনেক দূরে
    গভীর নিম্নচাপ আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সেটি মধ্য ওড়িশা হয়ে উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপটি আমাদের রাজ্য থেকে অনেক দূরে চলে গেছে । তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস এখনও রয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । আজ  দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপতের সম্ভাবনা থাকছে। কয়েকটি জেলাতে বৃষ্টি বাড়তে পারে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা তো জারি করা হয়েছে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলির বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার দক্ষিণবঙ্গের ছ'টি জেলা- হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই ছ'টি জেলার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি নটি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। শনিবার আবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১১টি জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সেদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার আরও বৃষ্টি কমবে। সেদিন সব জেলার হাতেগোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

    উত্তরবঙ্গের পরিস্থিতি
    উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।  এরসঙ্গে  বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনাও থাকবে। আজ  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র দার্জিলিঙের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার উত্তরবঙ্গের তিনটি জেলা- দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি। শনিবার উত্তর দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ছ'টি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার  বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

    কলকাতার আবহাওয়া
    আজও আকাশ মেঘলা থাকার পাশাপাশি দু-এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতায়। এদিন  শহরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শহরে। এদিন কলকাতার  সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশপাশে। 
  • Link to this news (আজ তক)