আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। কাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। পরশু শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। কাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি বেশিরভাগ জেলাতে। পরশু শনিবারে ও ভারী বৃষ্টি নিচের দিকে জেলাতে। উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং সহ অপের পাস জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার।
আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায়। কাল শুক্রবারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে ত্রিপুরা মিজোরাম এবং মনিপুর রাজ্যে। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরপ্রদেশের কিছু অংশে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং বিদর্ভ ওড়িশা রাজ্যে।