• ডাক্তারদের ‘অরাজনৈতিক’ আন্দোলনে রাম-বাম যোগ? মঞ্চে সিপিএমের ঊষসী-বাদশা, বিজেপির পামেলা
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • স্টাফ রিপোর্টার: নেপথ্যে কারা? কাদের জন‌্য বারে বারে ভেস্তে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ‌্য সরকারের আলোচনা? যেখানে ভোরের সূর্য ওঠার আগেই আলোচনা চেয়ে মুখ‌্যমন্ত্রীর অফিসে ই-মেল পাঠাচ্ছেন আন্দোলনকারীরা, সেখানে দুপুর গড়াতেই কেন ফের বেঁকে বসলেন জুনিয়র ডাক্তাররা? প্রশ্ন উঠেছে, কাদের ‘কুমন্ত্রণা’য় এগিয়ে এসেও ফের পিছিয়ে গেলেন জুনিয়র ডাক্তাররা? ডাক্তারদের আন্দোলনের পিছনে রাজনৈতিক শক্তির অস্তিত্ব স্পষ্ট বলে ফের অভিযোগ করেছে রাজ‌্য সরকার। স্বাস্থ‌্যভবনের সামনে ডাক্তারদের অবস্থানে বিজেপি ও সিপিএম নেতানেত্রীদের ঘোরাঘুরি থেকে নেপথ্যের রাজনৈতিক শক্তিকে বুঝতে কোনও সমস‌্যা হচ্ছে না বলে অভিমত রাজনৈতিক মহলেরও।

    মঙ্গলবার রাতেই অবস্থানে দেখা গিয়েছিল অভিনেত্রী ঊষশী চক্রবর্তীকে। বুধবার কোকেন কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি নেত্রী তথা প্রাক্তন মডেল পামেলা গোস্বামীকে দেখা গিয়েছে অবস্থানে ডাক্তারদের মধ্যে বিস্কুট-চকোলেট ইত‌্যাদি খাদ‌্যদ্রব‌্য বিলি করতে। পামেলা বিজেপি যুবমোর্চার সাধারণ সম্পাদক। মডেলিং ও অভিনয় ছেড়ে ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে তাঁকে কোকেন পাচারের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। ধর্মতলার বিজেপির ধরনা মঞ্চ ছেড়ে বুধবার পামেলা হাজির হয়েছিলেন স্বাস্থ‌্যভবনের সামনে ডাক্তারদের অবস্থানে। পামেলা চক্রবর্তীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বিজেপি নেত্রী, একদা মাদক কান্ডে ধৃত পামেলা গোস্বামী গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, সাহায্যও করেছেন। অরাজনৈতিক!!!’
  • Link to this news (প্রতিদিন)