• ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে, ১৫ জেলায় আগামী দু'দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
    আজ তক | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • পশ্চিম মধ্য মায়ানমার ও আশেপাশের অঞ্চলে বর্তমানে একটি বায়ুর ঘূর্ণিঝড় সঞ্চালিত হচ্ছে যা দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। আজ এটির উচ্চতা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উপকূলীয় বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ এলাকার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    পরবর্তীতে, এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় উপকূলীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে ঘনীভূত হতে পারে।

    যে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলি হল- জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূম। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টি হবে শনিবারও। 

    দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে।

    পাশাপাশি, দিল্লি ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হরিয়ানা, চণ্ডীগড় সহ উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ওড়িশার কিছু অংশে। 

     
  • Link to this news (আজ তক)