ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ, ৩ জেলার আবহাওয়ার বড় আপডেট
আজ তক | ১২ সেপ্টেম্বর ২০২৪
আবহাওয়া নিয়ে বড় খবর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণববঙ্গের ৩ জেলায়। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ৩ জেলাতে। তার মধ্যে রয়েছে হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে আজ বৃহস্পতিবার বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি। কালও আবহাওয়া প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এমন কতগুলো জেলা রয়েছে যেখানে বৃষ্টির পরিমাণ বাড়বে কাল থেকে। তার মধ্যে রয়েছে হাওড়া, কলকাতা,দুই চব্বিশ পরগনা।
এছাড়াও দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। যদিও এই জেলাগুলোতে আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু বর্ষণের পরিমাণ বাড়বে কাল। দফায় দফায় বৃষ্টি হতে থাকবে।
প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা আরও দুর্বল হয়েছে। তা আমাদের রাজ্য থেকে দূরেও চলে গেছিল। তবে নতুন করে আরও এক নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। মধ্য মায়ানমারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু'দিনে তা নিম্নচাপের রূপ নিয়ে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে।
এই নিম্নচাপের প্রভাবে নতুন করে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।