• ফের মুখ্যসচিবের ই-মেল, আজ বিকেল ৫টায় আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকের আহ্বান রাজ্যের
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের ই-মেল করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এদিন আন্দোলনকারীদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার বিকেল ৪টে ৪৫ মিনিটের মধ্যে নবান্নে পৌঁছতে হবে তাঁদের। বিকেল ৫টা থেকে কনফারেন্স হলে শুরু হবে বৈঠক। ই-মেলে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করা হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সরকার আপনাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে যে নির্দেশ দিয়েছে সেটিও আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার জন্য মুখ্যমন্ত্রী গত দু’দিন ধরে নবান্নে অপেক্ষা করেছেন। আমরা আলোচনায় বসতে চাই। পাশাপাশি ই-মেলে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে জুনিয়র চিৎিসকরা সর্বোচ্চ ১৫ জন প্রতিনিধি নিয়েই বৈঠকে যেতে পারেন। তার বেশি নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কারা কারা দেখা করবেন, সেই প্রতিনিধিদের নামও ই-মেল মারফত জানাতে বলা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, বৈঠকের সরাসরি সম্প্রচার করা যাবে না। তবে তা রেকর্ড করা যেতে পারে। যার অর্থ গতকাল আন্দোলনকারীরা যে শর্তগুলি দিয়েছিলেন সেগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে মানা হচ্ছে না। সূত্রের খবর, এই আবহে আন্দোলনকারী চিকিৎসকরা এবার কী করবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে এবার গণবৈঠকে বসতে পারেন তাঁরা।

    উল্লেখ্য, গতকাল সন্ধ্যা ৬টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের একটি সম্ভাবনও তৈরি হয়েছিল। তার আগেই বিকেল ৫টা ২৩ মিনিট নাগাদ মুখ্যসচিবকে ই-মেল পাঠান আন্দোলনকারীরা। সেখানে উল্লেখ করা হয়, তাঁরা বৈঠকে বসতে রাজি। তবে তার জন্য রয়েছে তাঁদের কিছু শর্ত। ই-মেলে জানানো হয়, আলোচনার জন্য নবান্নে ৩০ জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। পুরো বৈঠক হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই। স্বচ্ছতার কথা মাথায় রেখে পুরো বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। এছাড়া আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ৫ দফা দাবি নিয়েই হতে হবে আলোচনা। এই চারটি দাবি তুলে মুখ্যসচিবকে ই-মেল করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এরপরই গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মুখ্যসচিব ও ডিজি রাজীব কুমার। চন্দ্রিমা দেবী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে বলেন, রাজনীতির প্ররোচনায় আপনারা পা দেবেন না। পাশাপাশি চিকিৎসকদের চারদফা দাবি ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, খোলা মনে আলোচনার প্রয়োজন রয়েছে। শর্তসাপেক্ষে নয়। শেষে বলেন, আমরা কোনও পদক্ষেপ নিলে সবাই জানতেই পারবেন। অপরদিকে মুখ্যসচিব বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সকলেরই মানা উচিত। এরপর, গতকালই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কিঞ্জল নন্দ জানান, এই আন্দোলনে রাজনীতির কোনও রং নেই। অন্যান্য জুনিয়র চিকিৎসকরাও দাবি করেন, তাঁদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক।
  • Link to this news (বর্তমান)