প্রতিবেশীদের দাবি, গত কয়েকদিন ধরেই রাজু তার মা আলপনা সানার কাছ থেকে ৫০,০০০ টাকা চাইছিল। আলপনাদেবী সেই টাকা না দেওয়াতে মাঝেমধ্যেই মায়ের সঙ্গে ঝগড়া হতো রাজুর। বুধবার রাতে সেই ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যায়। ঝগড়ার মধ্যেই রাজু তার বাবা রঞ্জন সানাকে দড়ি দিয়ে পিছমোড়া করে বাঁধে। এরপর ধারাল অস্ত্র দিয়ে বাবার সামনেই মাকে কোপাতে থাকে। আলপনাদেবীর মাথা, পিঠ, হাতে, পায়ে এলোপাথাড়ি কোপ মারে।
ভয়ংকর ওই ঘটনায় বাড়িতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আলপনা দেবী(৫৮)। চিত্কার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণে মৃত্যু হয়েছে আলপনাদেবীর। এদিকে বেগতিক দেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় রাজু। ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে বাদুড়িয়া থানার পুলিস। অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি পলাতক রাজু সানার খোঁজে তল্লাশি শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিস।
স্থানীয়রা জানিয়েছেন, ২০২১ সালে একটি খুনের মামলার আসামি রাজু সানা। বেশ কয়েকমাস জেল খাটার পর মাস তিনেক আগে জামিনে ছাড়া পায়। তার কুকীর্তির জন্য তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছে বলে প্রতিবেশীদের দাবি। বুধবারের ওই ঘটনার পর রাজুর বাবার রঞ্জন সানা তার ছেলের বিরুদ্ধে একটি খুনের অভিযোগ দায়ের করেছেন।