• ‘R G Kar করে দেব’, ফের মহিলা ডাক্তারকে হুমকি, রোগী ভর্তি বন্ধ বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালে
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ক্ষীরোদ ভট্টাচার্য: আর জি কর আবহে ফের মহিলা চিকিৎসককে ‘যৌন হেনস্তার’ হুমকি! বাইপাসের ধারে নামী এক বেসরকারি হাসপাতালের মহিলা ডাক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিবাদে ওই বেসরকারি হাসপাতালে আপাতত রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। তবে হাসপাতালের অন্দরে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে।

    ‘ইহা পে আর জি কর হো জায়েগা’। যার বাংলায় তর্জমা করতে দাঁড়ায়, এখানেও আর জি কর হয়ে যাবে। বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালের আইসিইউর সামনে এভাবেই কর্তব্যরত মহিলা ডাক্তারকে হুমকি দেওয়া হয়। ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ। খবর পাওয়ার পরই হাসপাতালের সমস্ত চিকিৎসক জড়ো হয়।

    পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। একইসঙ্গে দাবি, অভিযুক্ত হাসপাতালের অন্দরেই রয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করা হবে না। তবে হাসপাতালের অন্দরে চিকিৎসা চলবে। সূত্রের দাবি, তদন্তে নেমে বেলেঘাটা থেকে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)