• ডাক্তারদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচারের শর্ত নিয়ে জটিলতা
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৪
  • স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে ডেকেছিল রাজ্যের মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়েছিল। কিন্তু মুখ্যসচিবের চিঠির পর আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়েছেন, ১৫ নয়, ৩০ জন প্রতিনিধি নিয়েই তাঁরা নবান্নে যাবেন। অবশেষে ৩০ জন প্রতিনিধি নিয়েই নবান্নে পৌঁছলেন ডাক্তাররা। রইল Live Updateডিজি রাজীব কুমার বলেন, ‘এই বৈঠককে সরাসরি সম্প্রচার করার প্রয়োজনীয়তা মনে করছি না। তবে, গোটা বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং করার বার্তা দেওয়া হয়েছে, যাতে বৈঠকের সমস্ত কথাবার্তা রেকর্ড থাকে। প্রশাসনিক বৈঠকের সম্পূর্ণ অংশ সরাসরি সম্প্রচার হয় না। ’মুখ্যসচিব জানালেন, মুখ্যমন্ত্রী বিকেল ৫টা থেকে অপেক্ষা করছেন। ডাক্তারদের ৩২ জন প্রতিনিধি এসেছেন। তাঁদের সভাঘরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে, সরাসরি সম্প্রচারের বিষয়টি নিয়ে বোঝানো হচ্ছে। ডাক্তাররা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। সরাসরি সম্প্রচার বড় কথা নয়। আমাদের লক্ষ্য আলোচনা করা।নবান্ন সভাঘরে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সরাসরি সম্প্রচারের বিষয়টি নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।যতক্ষণ না লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা নবান্ন সভাঘরের বাইরে অপেক্ষা করবেন। সরাসরি সম্প্রচারের দাবিতে নারাজ সরকার।সন্ধ্যা ৫.২৩ মিনিটে নবান্ন সভাঘরের সামনে প্রবেশ করলেও জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত প্রবেশ করেননি।জুনিয়র ডাক্তারদের ৩০ জন প্রতিনিধিকে প্রবেশে অনুমতি দিল নবান্ন।

    স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আজ, বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়েছে। দু’রাত রাস্তাতেই ছিলেন জুনিয়র ডাক্তাররা। তৃতীয় দিনে নবান্নের তরফ থেকে ফের চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে বসতে চান বলে জানানো হয়েছে। আন্দোলনকারীদের দেওয়া সব শর্ত মেনে নেওয়া হয়নি নবান্নের তরফে।
  • Link to this news (এই সময়)