• পুজোর শপিংয়ের জন্য অতিরিক্ত মেট্রো, শনি-রবি দু'দিনই মিলবে বিশেষ পরিষেবা
    আজ তক | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই সময়ে পুজোর শপিং করতে ভিড় বাড়বে এসপ্ল্যানেড, গড়িয়াহাট, হাতিবাগানে থাকবে পুজোর মার্কেটিংয়ের ভিড়। বিশেষত, শনিবার ও রবিবার পুজোর কেনাকাটা করতে দূর দূর থেকেও আসেন ক্রেতারা। তাদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করেন মুখ্য জনসংযোগ অফিসার কৌশিক মিত্র।

    আসন্ন পুজোর আগে সাপ্তাহিক ছুটির দিনে প্রচণ্ড ভিড়ের কথা মাথায় রেখে মেট্রো রেলওয়ে শনিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ২৬২টি ট্রেন চালানো হবে, ২৩৪টির পরিবর্তে। সেইসঙ্গে পরবর্তী দু'টি শনিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর ২৩৪টির পরিবর্তে ২৮৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণেশ্বর- দমদম ও কবি সুভাষের মধ্যে যাত্রীরা এই বিশেষ সুবিধা পাবেন। 

    এছাড়াও, পুজোর আগে ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৯৬টি মেট্রো পরিষেবা রবিবার অর্থাৎ ১৫,২২ ও ২৯ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর থাকবে। 

    তবে, গ্রিন লাইন ১, গ্রিন লাইন ২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের পরিষেবাগুলি শনি ও রবিবার মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে।

    বুধবারই পুজোর আগে ভিড় সামলাতে অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সুবিধা চালু করেছে কলকাতা মেট্রো। একবার টিকিট কাটলে ১২ ঘণ্টা তার ভ্যালিডিটি থাকবে। অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করা থাকলে পরিবারের সদস্যদের জন্যও টিকিট কাটা যাবে। হোয়্যাটস অ্যাপে শেয়ার করা যাবে টিকিটের QR কোড। তবে একবারে একটি মাত্র টিকিটই কাটা যাবে। এক টিকিটে কলকাতা মেট্রোর যে কোনও লাইনে যাত্রা করা যাবে। প্লে স্টোর থেকে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে বলে জানায় মেট্রো রেল।
  • Link to this news (আজ তক)