• কাঠগড়ায় এবার ডাক্তার! চিকিত্‍সার নামে মহিলাকে আটকে শ্লীলতাহানির অভিযোগ...
    ২৪ ঘন্টা | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডে যখন উত্তাল রাজ্য ঠিক তখনই এক ডাক্তারের বিরুদ্ধে জঘন্য অভিযোগ উঠল। হুগলি জেলায় চিকিৎসার নামে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক ডাক্তারের বিরুদ্ধে। এই অভিযোগেই গ্রামীণ চিকিৎসককে জুতোপেটা করে জুতোর মালা পরিয়ে পুলিসের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের ধামসা এলাকায়। 

    অভিযোগ, ওই মহিলা বেশ কয়েকবার ওই গ্রামীণ চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন ৷ তবে অবস্থার পরিবর্তন না হওয়ায় প্রথমে আরামবাগ মেডিক্যাল কলেজ ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান ৷ পিজি হাসপাতালের চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনলেও সেগুলি খাওয়ার সময়সূচি জানতেন না মহিলা ৷ তাই গ্রামের কোয়াক চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন তিনি ৷ 

    মহিলার স্বামী জানান, চিকিৎসক মহিলাকে তার চেম্বারে ডাকেন ৷ মহিলা তাঁর ৩ বছরের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে উত্তম ঘোষের চেম্বারে যান৷ সেখানে চিকিৎসক মহিলাকে ফের চেকআপ করানোর নামে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে ছিটকিনি আটকে দেন৷ বাইরে বসিয়ে রাখেন ছোট্ট শিশুটিকে৷ অভিযোগ, কোয়াক ডাক্তার এরপর ২০ মিনিট ধরে ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করতে থাকে৷ 

  • Link to this news (২৪ ঘন্টা)