• এগিয়ে বাংলা! অ্যাসিড হামলায় শীর্ষে থাকা রাজ্যে এবার পুড়ল পুরুলিয়ার নাবালিকা...
    ২৪ ঘন্টা | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • মনোরঞ্জন মিশ্র: সহজেই মিলে যায় অ্যাসিড, আর তার জেরেই একের পর এক অ্যাসিড হামলার ঘটনা এরাজ্যে। এবার পুরুলিয়াতে এক নাবালিকাকে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। পুরুলিয়ার টামনা থানা এলাকার দুলমি মোড়ের ঘটনা। গুরুতর আহত অবস্থায় ওই নাবালিকাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাবালিকাকে দেখতে হাসপাতালে পৌঁছান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী।

    নাবালিকার পরিবার জানিয়েছে, এদিন নিজের বাড়ির ব্যালকনিতে দাড়িয়ে ছিলেন ওই নাবালিকা। সেই মুহূর্তে এক যুবক এসে বাল্বে করে অ্যাসিড ছুড়ে মারে নাবালিকার দিকে। এরপরই নাবালিকা চিৎকার করলে তার মা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। নাবালিকার পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করত এক যুবক। তার বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুরুলিয়া টামনা থানার পুলিস। তারপরেই বৃহস্পতিবার দুপুরে নাবালিকার ওপর অ্যাসিড হামলার অভিযোগ ওঠে। যদিও এই অভিযুক্তকে চিনতে পারেনি নির্যাতিতার পরিবার। জেলার পুলিস সুপার জানিয়েছেন, 'এর আগে এই নাবালিকাকে উত্ত্যক্ত করার জন্য একজনকে গ্রেফতার করা হয়। তারপর অভিযুক্তর বাবাকেও গ্রেফতার করা হয়, তাঁরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।' 

    অ্যাসিড-হামলার শিকার মূলত মেয়েরাই এবং সেই অপরাধে সব রাজ্যকে পিছনে ফেলে দিয়ে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরোর (এনসিআরবি) তথ্য বলছে, প্রতি বছর পশ্চিমবঙ্গে প্রায় ৫০টির কাছাকাছি অ্যাসিড আক্রমণের ঘটনা ঘটেছে।

  • Link to this news (২৪ ঘন্টা)