খবর পাওয়ার পরেই ধানতলা পুলিস দত্তপুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এক শিশু-সহ ওই ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করে। পুলিসসূত্রে খবর, ধৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন মহিলা, ১ জন শিশু। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিস।
বাংলাদেশে দিন-দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। সব মিলিয়ে সেখানে খুবই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। দু'দিন আগেই দুর্গাপুজো নিয়ে সেখানে ফতোয়া জারি করেছে ইউনূস সরকার। বলা হয়েছে, আজানের সময়ে এবং নমাজের সময়ে মণ্ডপে ঢাকঢোল বাজবে না। তার আগে ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙা হয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও হামলা হয়েছে।
সম্প্রতি বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ভারতে থাকা নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন। নির্বাসিতা এই লেখিকা ২০১১ সাল থেকে টানা দিল্লিতে আছেন। এখন কেন তাঁর আশঙ্কা? গত ২৭ জুলাই তাঁর ভিসার মেয়াদ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তা কি ফের রিনিউ হবে? এই নিয়েই উদ্বেগে ভুগছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমে তসলিমা বলেন, আমি ভারতে থাকতে পছন্দ করি। এদিকে প্রায় দেড় মাস হয়ে গিয়েছে। কিন্তু এখনও আমার ভিসার মেয়াদ বাড়ায়নি কেন্দ্রীয় সরকার! উদ্বিগ্ন তসলিমা নাসরিন বলেন, ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে ভারত সরকারের কাছ থেকে তিনি কোনো প্রতিক্রিয়া পাচ্ছেন না। তাই তিনি চিন্তিত।
যাই হোক, সুনীল গাঙ্গুলির বাড়ি ভাঙা হয়নি বলেই খবর। তা সাময়িক দখল করে নেওয়া হয়েছে। দখল করেছে বিএনপি। যদিও পরে আবার খবর আসে, তাঁর বাড়ি বিএনপি'র হাত থেকে উদ্ধারও করা হয়েছে।