বুধবার রাত ১২.৩০ টায় স্বাস্থ্যভবনে বিক্ষোভস্থলে বিধাননগর পুলিসের একজন মহিলা পুলিসকর্মীর হাঁপানি তীব্রভাবে বৃদ্ধি পায় এবং মারাত্মকভাবে শ্বাসরুদ্ধ হয়ে যায়। প্রতিবাদী ডাক্তারা অবিলম্বে তাঁর পাশে উপস্থিত হন, তাঁর পরীক্ষা করান এবং তাঁর চিকিৎসা শুরু করেন। পুলিসকর্মী কাছে কোন ইনহেলার ছিল না। এই অবস্থায় দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন সেখানে অবস্থান-বিক্ষোভে থাকা কয়েকজন জুনিয়র ডাক্তার।
এদিন ডাঃ বিপ্রেশ চক্রবর্তী পোস্টে লেখা, 'আমি স্লোগান দিয়ে চলা ভিড়ের দিকে এগিয়ে যাই। উন্মত্তভাবে দৌড়ে গেলাম, মাইক ধরলাম এবং একটি LABA+ স্টেরয়েড সংমিশ্রণ ইনহেলার চাইলাম। একটা হাত বেরিয়ে এল, ইনহেলার নিয়ে। আমি এত তাড়াহুড়ো করছিলাম যে তার মুখও দেখা হয়নি।' অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছিল৷ তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভাবে এগিয়ে এসে সাহায্য করার জন্য সেখানে উপস্থিত সিনিয়র পুলিশ অফিসাররা জুনিয়ার ডাক্তারদের ধন্যবাদ জানান।