উত্তরবঙ্গেও চালু হচ্ছে লেডিস স্পেশাল বাস, চলবে কোন রুটে?
এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৪
উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর! লেডিস স্পেশাল বাস চালুর পথে NBSTC। উত্তরবঙ্গে মোট তিনটি রুটে এবার চলবে লেডিস স্পেশাল বাস। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে দূরপাল্লার বাসে থাকছে নানা সুরক্ষা ব্যবস্থাও।আরজি করের ঘটনায় তোলপাড় দেশ। নারী নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে সর্বত্র। তার মধ্যে এবার নতুন উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি। শীঘ্রই লেডিজ স্পেশাল বাস চালু করতে চলেছে এনবিএসটিসি। বৃহস্পতিবার শিলিগুড়িতে স্টেট গেস্ট হাউসে এনবিএসটিসির বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, ‘মহিলাদের জন্য আমরা লেডিজ স্পেশাল বাস চালু করতে চলেছি। আপাতত তিন জায়গায় বাস চালানো হবে।’ শিলিগুড়ি-জলপাইগুড়ি, কোচবিহার-আলিপুরদুয়ার, কোচবিহার-দিনহাটা রুটে এই লেডিজ স্পেশাল বাস চালানো হবে বলে জানানো হয়েছে। আগামীতে আরও অন্যান্য রুটেও এই বাস চালানো হবে।
অন্যদিকে, মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য দূরপাল্লার বাসগুলিতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। শিলিগুড়ি-কলকাতা, শিলিগুড়ি-বঙ্গাইগাঁও-সহ দূরপাল্লার প্রতিটি বাসে সিসি ক্যামেরা লাগানো হবে। চেয়ারম্যান বলেন, ‘নতুন বাসে ক্যামেরা বসানো আছে। তবে, পুরোনো যে বাসগুলোতে ক্যামেরা নেই, সেই বাসগুলিতে ক্যামেরা লাগানোর ব্যবস্থা হচ্ছে।
অন্যদিকে, আরও ১২টি রকেট বাস বিভিন্ন রুটে আনার পরিকল্পনা নিচ্ছে এনবিএসটিসি। পর্যটকদের কথা ভেবে কালিম্পং থেকেও নতুন আরেকটি বাস চালানো হচ্ছে। কালিম্পঙের ডেলো থেকে এই বাসটি চলবে বলে জানানো হচ্ছে। পুজোর আগে ‘সবুজের হাতে হাতজানি’ বাস চালানো হবে। পাশাপাশি সিএনজি বাসও শীঘ্রই নামানো হবে বলে জানিয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান।