• বাড়িতে বসে অ্যাপেই কাটা যাবে মেট্রোর টিকিট, জানুন নিয়ম
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • অফিস বা কর্মস্থলে পৌঁছতে দেরি হচ্ছে? তাড়াহুড়ো করে মেট্রোর টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়ছেন? মুশকিল আসান করল মেট্রো রেল কর্তৃপক্ষ। ঘরে বসেই এবার কেটে নিতে পারবেন মেট্রোর টিকিট। হ্যাঁ, পুজোর আগে দারুণ পরিষেবা কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য।‘কলকাতা মেট্রো রাইড’ নামে এক নয়া অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমেই এ বার স্টেশন পৌঁছনোর আগেই অফিস, কলেজ বা ঘরে বসেই কেটে নিতে পারবেন মেট্রোর টিকিট। এই ই-টিকিট সিস্টেম দুর্গাপুজোর সময়ে যাত্রীদের অনেকটাই সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

    কী কী সুবিধা থাকছে?

    এই অ্যাপে নিজের জন্য ছাড়াও অন্যের জন্যও মেট্রোর টিকিট কেটে দিতে পারবেন যাত্রীরা।অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে এই টিকিট কাটা যাবে।ইস্ট ওয়েস্ট মেট্রোতে এই কিউআর কোড পরিষেবা আগেই ছিল। এই অ্যাপ-এর সাহায্যে অতি সহজে ব্লু লাইন, গ্রিন লাইন - ২ ও অরেঞ্জ লাইনে যাতায়াতের জন্য কিউআর কোড বেসড টিকিট।মেট্রোর ই-টিকিটের মেয়াদ থাকবে ১২ ঘণ্টা পর্যন্ত। একটি টিকিটে ১২ ঘণ্টা ধরে একটি দিনের মধ্যে সফর করতে পারবেন যাত্রীরা।কী ভাবে কাটবেন টিকিট?

    প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপর প্রথমবার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন করতে হবে। এরপর হোমপেজে যেতে হবে। হোমপেজ থেকে সোর্স স্টেশন ও ডেস্টিনেশন স্টেশন বেছে নিতে হবে। তারপর বুক টিকিট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। টিকিটের মূল্য পেমেন্ট করার একাধিক অপশন রয়েছে। UPI, ক্রেডিট কার্ড কিম্বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে। পেমেন্ট হয়ে গেলে আসবে কিউআর কোড। সেটি স্টেশনে কাজে লাগবে।

    অন্যদিকে, কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পিক আওয়ারের সময়সীমা বাড়িয়ে দিল মেট্রো। সকাল ৯টা থেকে ১১টার পরিবর্তে ৯টা থেকে ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার পরিবর্তে বিকেল ৫টা থেকে রাত ৯টা — সকাল-বিকেল মিলিয়ে দিনে দু’ঘণ্টা বাড়ছে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পিক আওয়ারের সময়সীমা। বৃহস্পতিবার থেকেই গ্রিন লাইনের পিক আওয়ারে এই পরিবর্তন আসতে চলেছে। পিক আওয়ারে এই লাইনে ১২ মিনিট অন্তর ট্রেন চলবে। নন-পিক আওয়ারে গ্রিন লাইনে ট্রেন পাওয়া যাবে ২০ মিনিট অন্তর।
  • Link to this news (এই সময়)