দুর্গাপুজোয় নারী সুরক্ষায় কড়া পদক্ষেপ শিলিগুড়ি পুলিশের, চালু নয়া অ্যাপ
এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৪
দুর্গাপুজোর সময়ে শহরের নারীদের নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পুজোয় ঘুরতে বেরিয়ে মহিলারা শ্লীলতাহানির শিকার হলে বা যে কোনও বিপদে পড়লে সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চালু হচ্ছে পুলিশের নতুন মোবাইল অ্যাপ।পুজোর সময় শহরের নারীদের সুরক্ষার জন্য তৈরি করা হচ্ছে এই বিশেষ ধরনের মোবাইল অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমেই বিপদে পড়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মহিলারা। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, ‘নতুন একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। দুর্গাপুজোর আগে মহিলাদের জন্য সেই অ্যাপটি চালু করা হবে। এই অ্যাপে কী কী ধরনের সুবিধা থাকবে তা কয়েকদিনের মধ্যে জানানো হবে।’ অ্যাপে প্যানিক বাটন-সহ আরও বেশ কিছু সুবিধা থাকবে বলে জানা গিয়েছে।
এছাড়াও শিলিগুড়ি পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুজোর সময় 'পিঙ্ক পেট্রলিং ভ্যান' থাকবে। যেখানে মহিলা পুলিশ কর্মীরা থাকবেন। রাস্তাঘাটে কোনও সমস্যা হলে অনেক সময় মহিলারা পুরুষ পুলিশ কর্মীদের বিষয়টি জানাতে দ্বিধাবোধ করেন। সেই কারণে মহিলা পুলিশ কর্মীদের এই ভ্যান টহল দেবে শহরে।
এর আগেও শিলিগুড়ি পুলিশের তরফে অ্যাপ নির্মাণ করা হয়েছিল। সেই অ্যাপে শহরে কোথায় কোথায় দুর্গাপুজো হচ্ছে, নিকটবর্তী হাসপাতাল, থানাগুলি কোথায় রয়েছে তার তথ্য ও জিপিএস ম্যাপ থাকে। কমিশনারেটের প্রতিটি থানা ও আউটপোস্টের আইসি, ওসিদের নম্বর থাকে। এবার নারী সুরক্ষার তাগিদে বাড়তি কিছু সংযোজন করা হচ্ছে।
দুর্গাপুজোর সময়ে শহরে ‘উইনার্স বাহিনী’ও মোতায়েন থাকবে। পুজো মণ্ডপগুলি ছাড়াও ভিড় এলাকায় নারীদের নিরাপত্তায় ‘উইনার্স বাহিনী’ টহল দেবে। বাড়তি মহিলা পুলিশ মোতায়েন থাকবে। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসে পুজো উদ্যোক্তাদের নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে। বড় মণ্ডপে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। এছাড়াও প্রতিটি মণ্ডপে হেল্প-ডেক্স রাখতে বলা হয়েছে। শিলিগুড়ি শহরে পুজোর সময় মোট ২২ টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে। রাতভর সেই অ্যাসিস্ট্যান্স বুথে পুলিশ কর্মীরা থাকবেন বলে জানিয়েছেন ডিসিপি দীপক সরকার।