ফের লোকাল ট্রেন বাতিলের ঘোষণা। মোট ৪০টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর শিয়ালদা থেকে বনগাঁ, হাসনাবাদ, মধ্যমগ্রাম-সহ একাধিক লাইনে ট্রেন বাতিলের ঘোষণা। বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে। যাত্রীদের হয়রানির আশঙ্কা।পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদা শাখার মধ্যমগ্রাম-বিরাটি স্টেশনের মাঝে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪০টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার একটি নির্দেশিকাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল। চলতি মাসের ১৪ তারিখ অর্থাৎ শনিবার আপ লাইনে রাত ১০টা ৩০মিনিট থেকে রবিবার সকাল ১০টা ৩০মিনিট পর্যন্ত ও ডাউন লাইনে শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ করার কাজ চলবে।
কোন কোন ট্রেন বাতিল হচ্ছে?
শনিবার বাতিল থাকবে - বনগাঁ-শিয়ালদা শাখায় ডাউন ৩৩৮৫৬, ৩৩৮৬০ লোকাল এবং আপে ৩৩৮৬১,৩৩৮৬৩ লোকাল। হাসনাবাদ-শিয়ালদা শাখায় ডাউন ৩৩৫৩৮ লোকাল এবং আপ লাইনে ৩৩৫৩৩ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
১৫ তারিখ রবিবার রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হওয়ার পর ডাউন লাইনে ৩৩৮২৮ বনগাঁ – শিয়ালদা লোকাল বনগাঁ থেকে সকাল ৯ টা ২০ মিনিটে ছাড়বে। ৩৩৫২০ হাসনাবাদ – শিয়ালদা লোকাল হাসনাবাদ থেকে সকাল ১০ টা ৪৭ মিনিটে ছাড়বে। ট্রেনটি বেলা ১১ টা ২০ মিনিটে শিয়ালদা পৌঁছাবে। আপ লাইনে ৩৩৮২৫ শিয়ালদা – বনগাঁ লোকাল শিয়ালদা থেকে সকাল ১০ টা ৮ মিনিটে ছাড়বে। ৩৩৫২৩ শিয়ালদা – হাসনাবাদ লোকাল শিয়ালদা থেকে বেলা ১২ টা ১৮ মিনিটে ছাড়বে। যাত্রীদের নিরাপত্তার জন্য এই রক্ষণাবেক্ষণের কাজ অতি জরুরি বলেই পূর্ব রেল থেকে জানান হয়েছে।