• আচমকা মেট্রোর লাইন ধরে হাঁটা শুরু তরুণীর! ময়দান ও পার্কস্ট্রিটের মধ্যে হুলুস্থুল
    হিন্দুস্তান টাইমস | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ময়দান এবং পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের মধ্যে লাইন ধরে হাঁটছিলেন এক তরুণী। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে । যদিও বরাতজোরে কোনও বিপদ ঘটেনি। ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। যদিও কীভাবে সকলের নজর এড়িয়ে ওই তরুণী মেট্রো ট্র্যাকে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। স্টেশনে আরপিএফ কর্মীরা থাকেন। আছে সিসিটিভি। তারপরও কীভাবে ওই তরুণী লাইনে নেমে গেলেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

    কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রাত ৯ টা ৫ মিনিটে এক মোটরম্যান খবর দেন যে ময়দান এবং পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের মধ্যে আপ লাইন ধরে হাঁটছেন এক তরুণী। সেই খবর পেয়ে সঙ্গে-সঙ্গেই আপ এবং ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাঁচ মিনিটের মধ্যে উদ্ধার করা হয় তাঁকে। তারপর ফের বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। আর রাত ৯ টা ৩২ মিনিট থেকে দু'লাইনেই পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক।


    তবে ওই তরুণী কীভাবে দুটি স্টেশনের মধ্যবর্তী লাইনে নেমে হাঁটতে শুরু করে দিলেন, তা এখনও স্পষ্ট নয়। তিনি ময়দান স্টেশন থেকে লাইনে নেমে গিয়েছিলেন নাকি পার্কস্ট্রিট স্টেশন থেকে লাইনে নেমে গিয়েছিলেন কিনা, তা নিয়ে আপাতত মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে তরুণীকে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।


    সংশ্লিষ্ট মহলের মতে, ওই তরুণী আপ লাইনে দিয়ে যাওয়া মেট্রোর মোটরম্যানের নজরে পড়ে যাওয়ায় ওই তরুণীর প্রাণরক্ষা পেয়েছে। আপ লাইনে কোনও মেট্রো না আসায় থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ ছিল না। এখন যেহেতু অটো-কাটের ব্যবস্থা আছে, তাই মেট্রো এলে তবেই থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ আসে। ফলে আপ লাইনে তখন বিদ্যুৎ ছিল না। সেইসঙ্গে যে মোটরম্যান ওই তরুণীকে দেখেছেন, তাঁর তৎপরতারও প্রশংসা করেছে সংশ্লিষ্ট মহল। 

    আরও পড়ুন: Sealdah to Esplanade Metro: বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে চালু শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো? মুখ খুলল KMRCL
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)