• কৃষ্ণনগরে মিলছে জাগ দেওয়ার পর্যাপ্ত জল, পাটের দাম নিয়ে আশাবাদী চাষিরা
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কৃষ্ণনগর: বর্ষার মরশুমে বৃষ্টিতে নয়নজুলি, পুকুর ভরে যাওয়ায় কৃষ্ণগঞ্জের খুশি পাট চাষিরা। খুব সহজে জল পাওয়া যাওয়ায় বাড়ির কাছেই পাট জাগ দেওয়ার কাজ করা যাচ্ছে। তারা আশাবাদী পাটের দামও ভালো পাওয়া যাবে। এই অবস্থায় কৃষিদপ্তর জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে জুট কার্পোরেশন অব ইন্ডিয়ার বিক্রয় কেন্দ্র বাড়ানোর চেষ্টা করছে। একইসঙ্গে পাটচাষিরা যাতে এবার রেকর্ড দাম পেতে পারে সেজন্য তারা আশাবাদী।

    প্রসঙ্গত, কৃষ্ণগঞ্জ ব্লকে ৯ হাজার হেক্টর জমিতে চাষ হয়। এর মধ্যে এখানে ৪১৬০হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এবার গত কয়েক বছরের তুলনায় কৃষ্ণগঞ্জে পাটচাষ বেশি হয়েছে। কয়েক মাস আগে একটানা দাবদাহে পাট, সবজি নিয়ে চাষিদের মাথায় হাত পড়েছিল। এই পরিস্থিতিতে বৃষ্টি আবশ্যিক ছিল। বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি সেক্ষেত্রে হাতের বাইরে চলে যাচ্ছিল। তাতে সীমান্ত কৃষ্ণগঞ্জ ব্লকের মাঠ-জমি খটখটে হয়ে যায়। মাঝে বৃষ্টি হলে কিছুটা পরিস্থিতি ভালো হয়। তবে কয়েক দিন ধরে ভারীবর্ষণ পরিস্থিতি বদলে গিয়েছে। কৃষ্ণগঞ্জ ব্লকের কুমারপুর, দুয়ার্হাপুর, বাবলাবন, পুটিখালি, আদিত্যপুর, মথুরাপুর সহ বেশ কয়েকটি গ্রামের মাঠে জলও দাঁড়িয়েছে। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্ষা মরশুম ও নিম্নচাপের টানা বৃষ্টিতে নদীতে জল বেড়েছে। নয়নজুলি, পুকুর থেকে জলাশয় জলে ভরে গিয়েছে। এই জল হওয়াতে পাটের জাগ দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছে। তবে গত বছর জল পাওয়া যাওয়ায় পাট জাগ দেওয়ার ক্ষেত্রে সমস্যায় মধ্যে পড়তে হয় চাষিদের। এইবার জল ভালো পাওয়া যাওয়ায় পাট জাগ ভালো হয়েছে। এবছর সাড়ে পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছে বিজয়পুরের শুভংকর বিশ্বাস। তিনি বলেন, গতবারের তুলনায় এবার অনেক ভালো পাট চাষ হয়েছে। জলের সঙ্কট নেই। বৃষ্টিও হয়েছে। এখন পাট কাটা হচ্ছে। রাস্তার নয়নজুলিতে জল পাওয়ায় পাটে জাগ দেওয়ার ক্ষেত্রে সমস্যা নেই। দামটা ভালো পাওয়ার আশায় রয়েছি। এক পাট চাষি বলেন, এবার পাটের খরচ বেশি হয়েছে। শ্রমিক, সার বয়ে নিয়ে যাওয়ার খরচ ক্রমশ বাড়ছে। এই অবস্থায় আমরা আশাবাদী পাটের ভালো দাম নিয়ে। এনিয়ে উপ কৃষি অধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, এই বৃষ্টিতে পাট চাষে জাগ দেওয়ার ক্ষেত্রে ভালো হয়েছে। আমরা এই অবস্থায় এবার কৃষিদপ্তর জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে জুট কার্পোরেশন অব ইন্ডিয়ার বিক্রয় কেন্দ্র বাড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে পাট চাষিরা যাতে এবার রেকর্ড দাম পেতে পারে সেদিকে আমরা সচেষ্ট।
  • Link to this news (বর্তমান)