• ঘোড়াধরা করম পরব কমিটির উৎসবে এবার রাতভর পাতা নাচ প্রতিযোগিতা
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • সমীর মাহাত, ঝাড়গ্রাম: কাল, শনিবার ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহলে মহা সমারোহে উদযাপিত হবে কুড়মিদের ঐতিহ্যবাহী করম পরব। ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা করম পরব কমিটির উৎসব উদযাপন এবার পঞ্চম বর্ষে পা দিচ্ছে। এবারও পরবের দিনে কলাবনীর জঙ্গল থেকে শোভাযাত্রার মাধ্যমে করম গাছের ডাল কেটে আখড়ায় প্রতিষ্ঠিত হবে। কমিটির উদ্যোগে এবছর সারা রাত পাতা নাচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুড়মি জনজাতির নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতিকে মান্যতা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন পরব উদযাপন কমিটির সম্পাদক বিকাশ মাহাত। এলাকায় হাতির ভয় উপেক্ষা করেও পাতা নাচ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া মিলবে বলে আশাবাদী করম পরম উদযাপন কমিটি।বহু প্রাচীনকাল থেকে সীমান্তবর্তী রাঢ় বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশার কুড়মি অধ্যুষিত গ্রামাঞ্চলে ঐতিহ্যের সঙ্গে এই পরব পালন হয়। যদিও শহরতলিতে এর আগে এই পরব খুব একটা প্রভাব ফেলতে পারেনি। রাজ্যে পালাবদলের পর কুড়মি বোর্ড ও অনগ্রসর কল্যাণ দপ্তরের আর্থিক সহযোগিতায় ঝাড়গ্রাম শহরেও উৎসবের প্রসার বেড়েছে। ঝাড়গ্রাম থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘোড়াধরা স্টেডিয়ামের কাছে পাঁচ বছর আগে করম পরব উদযাপনের সূচনা হয়। এলাকার উদ্যোক্তা তথা এই ওয়ার্ডের কাউন্সিলার ও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাত, করম পরব উদযাপন কমিটির সভাপতি চন্দ্রমোহন মাহাত, সম্পাদক বিকাশ মাহাত ও অন্যান্য শুভানুধ্যায়ীদের উদ্যোগে এই অনুষ্ঠান শহরবাসীর নজর কেড়েছে।

    এবার রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর থেকে জেলায় করম পরব উদযাপনের জন্য একটি পুরসভা ও আটটি ব্লক এলাকায় ১ লক্ষ ৩০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অজিত মাহাত বলেন, করম আমাদের কুড়মি জনজাতির ঐতিহ্যবাহী প্রাচীন ধর্মীয় সংস্কৃতির পরব। হাজার বছর ধরে এই পরব আমরা নিজেদের মতো করে পালন করে এসেছি। কিন্তু এর আগে এই করম পরবে কোনও সরকারি মান্যতা পাওয়া যায়নি। রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই পরবে পূর্ণদিবস সরকারি ছুটি পাওয়া গিয়েছে। এটা আমাদের কাছে বড় পাওনা। এবারেও আমাদের ঘোড়াধরা করম পরব কমিটির উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে করম পরম অনুষ্ঠিত হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)