• নো এন্ট্রি বোর্ড থাকলেও পরোয়া নেই, ইসলামপুরে রাস্তায় টোটোর দৌরাত্ম্য
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর শহরের একাধিক ঘিঞ্জি রাস্তায় টোটোর জন্য নো এন্ট্রি বোর্ড লাগানো হয়েছে। দু’বছর আগে পুরসভা এবং ট্রাফিক পুলিস এই উদ্যোগ নিলেও নিয়মকে থোড়াই কেয়ার টোটো চালকদের।  ঘিঞ্জি রাস্তায় অবাধে টোটো ঢুকে যাওয়ায় যানজটে ভুগছেন বাসিন্দারা। ট্রাফিক পুলিস সূত্রে জানা গিয়েছে, চৌরঙ্গী মোড়, পুরাতন বাসস্টপ সহ একাধিক এলাকায় টোটোর নো এন্ট্রি বোর্ড রয়েছে। উদ্দেশ্য ছিল মূল সড়ক থেকে বাজারের ঘিঞ্জি রাস্তায় টোটো ঢোকা আটকানো। মানুষজনের কেনাকাটার ভিড়ে টোটো ঢুকে পড়লে যাতায়াতে ভীষণ অসুবিধা হতো। স্থানীয়দের দাবি,কিছুদিন ট্রাফিক পুলিস নজরদারি চালালেও পরে আর সেদিকে লক্ষ্য রাখা হয়নি। ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের (ফিটো) সভাপতি কানাইয়ালাল বোথরার অভিযোগ, বাজার এলাকায় টোটো নিয়ন্ত্রণ করা হচ্ছে না। পুজোর কেনাকাটা করতে বহু মানুষ বাজারে আসবেন। এই সময় যানজটের সমস্যা হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। বিষয়টি পুরসভা ও মহকুমা প্রশাসনকে জানিয়েছি। যানজট নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা না নিলে আন্দোলনে নামব।

    অন্যদিকে, গার্লস হাইস্কুলের কাছে একটি সরু রাস্তা আছে। স্কুলের সময় সেখানে টোটো ঢুকে গেলে পড়ুয়ারা যাতায়াত করতে পারে না। সেই জায়গাতেও টোটো নিয়ন্ত্রণের দাবি উঠেছে।পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, এখনও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটোর জন্য নো এন্ট্রি বোর্ড আছে। নিয়মও মানা হচ্ছে। গার্লস স্কুল সংলগ্ন রাস্তায় এখনও টোটোর নো এন্ট্রি করা হয়নি। যদিও ট্রাফিক পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, এখন টোটোর নো এন্ট্রি নেই। উৎসবের সময় যানজট কমাতে নো এন্ট্রি করা হয়।  ইসলামপুরের চৌরঙ্গী মোড়ে টোটোর নো এন্ট্রি বোর্ড রয়েছে।
  • Link to this news (বর্তমান)