• ডেঙ্গু দমনে মণ্ডপের বাঁশে পরাতে হবে ‘ক্যাপ’, নির্দেশ স্বাস্থ্যদপ্তরের
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাত্র ৫ মিলি লিটার জলে জন্ম নিতে পারে ১৫০ ডেঙ্গু মশার লার্ভা! তাই পুজো মণ্ডপের বাঁশের মাথায় পড়াতে হবে ‘ক্যাপ’। বৃহস্পতিবার শিলিগুড়িতে পুজোর প্রস্তুতি বৈঠকে এই নির্দেশ দেয় স্বাস্থ্যদপ্তর। অন্যদিকে, পুজো কার্নিভাল নিয়ে প্রস্তুতি শুরু করেছে পুরসভা। আজ, শুক্রবার তারা এব্যাপারে বৈঠক করতে পারে বলে খবর।

    শিলিগুড়িতে মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক। শিলিগুড়ি শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও মাটিগাড়া সহ গ্রামীণ এলাকা ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। গ্রামীণ এলাকাতেই আক্রান্তের সংখ্যা ৭০ এর আশপাশে। এই অবস্থায় এদিন দীনবন্ধু মঞ্চে ডেঙ্গু নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করেছে স্বাস্থ্যদপ্তর।

    সভায় স্বাস্থ্যদপ্তরের পতঙ্গবিদ দেবব্রত দত্ত বলেন, বাঁশ, কাঠ, টিনের সরঞ্জাম, বিভিন্ন ধরনের কন্টেনার প্রভৃতি দিয়ে পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। বৃষ্টি হলেই মণ্ডপ তৈরির সংশ্লিষ্ট উপকরণগুলিতে জমছে জল। তাতেই ডেঙ্গুর বাহক মশা আঁতুড়ঘর তৈরি করতে পারে। তাই মণ্ডপের বাঁশের মাথা বালি দিয়ে বুঝিয়ে দিতে হবে। কিংবা বাঁশের মাথায় পরাতে হবে ‘ক্যাপ’। কারণ মাত্র ৫ মিলি লিটার জলে জন্ম নিতে পারে ১৫০ ডেঙ্গু মশার লার্ভা। অনেকে মণ্ডপের সামনে ঝর্না কিংবা পুকুর তৈরি করেন। মশার আঁতুড়ঘরের ধ্বংস করার জন্য সেগুলিতে গাপ্পি মাছ ছাড়তে হবে। পুজোর পর মণ্ডপ ভাঙার সময় বাঁশ মাটিতে শুইয়ে রাখত হবে। বাঁশের গর্ত বুজিয়ে দিতে হবে। তাহলে তাতে জল জমতে পারবে না। মশার আঁতুড়ঘর তৈরি হবে না। ডেঙ্গু দমন করার জন্য পুজো কমিটিগুলিকে এসব বিষয়ে নজর দিতে হবে।

    এদিকে, পুজো কার্নিভাল নিয়ে পুলিস ও প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করেছে পুরসভা। আজ, শুক্রবার তারা এব্যাপারে বৈঠক করতে পারে। মহালয়ার ভোরে শহরের ৬০টি ট্রাফিক পোস্টে মহিষাসুরমর্দিনী শোনাবে পুরসভা।
  • Link to this news (বর্তমান)