• সীমান্তের বাসিন্দাদের স্মারকলিপি
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলার একটা বড় অংশ বাংলাদেশ সীমান্ত লাগোয়া। আর এই সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে কাঁটাতারের বেড়ার ওপারে সাধারণ মানুষের কৃষি জমি রয়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বহু মানুষের বসবাস রয়েছে। এই সব জায়গায় বিএসএফের কড়া নজরদারিতে মানুষকে থাকতে হয়। অনেক সময় গ্রামবাসীকে হেনস্তার শিকার হতে হয়। এসবেরই প্রতিবাদে দীর্ঘদিন ধরে সীমান্তবাসী মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে আসছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার কোচবিহারে এসে সাংবাদিক সম্মেলন করে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পাশাপাশি জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন। সংগঠনের সম্পাদক কিরীটি রায় বলেন, সীমান্ত একালার বহু মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। কাঁটাতারের বেড়ার ওপারে চাষের জমিতে যেতে ওই মানুষদের খুবই সমস্যায় পড়তে হয়। বিএসএফের নির্দিষ্ট নিয়ম অনুসারে চলাচল করতে হয়। আমরা এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। সীমান্তের মানুষের বিষয়ে প্রশাসনের ভাবা উচিত। 
  • Link to this news (বর্তমান)