• ফেসবুকে পাটুলি থানার ওসির বিতর্কিত পোস্ট, বিভাগীয় তদন্ত
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘একটা কথা ছিল, কমরেড: তোরা দিন রাত যাই জাগিস না কেন.. শূন্য ছিলি, শূন্য থাকবি।’ বুধবার গভীর রাতে ফেসবুকে ঠিক এমন ভাষায় একটা পোস্ট করেন পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায়। এরপরেই কলকাতা পুলিসের ইনসপেক্টর তীর্থঙ্কর দে-র বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে সমাজ মাধ্যমে। একজন ইনসপেক্টর পদমর্যাদার সরকারি পুলিস অফিসার কীভাবে এধরনের রাজনৈতিক দলকে আক্রমণ করতে পারেন? তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। 

    এই পোস্টের বিরোধিতায় মুখ খুলেছে বামফ্রন্টও। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ওই পুলিস অফিসারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে দল। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। এপ্রসঙ্গে লালবাজার সূত্রে খবর, পাটুলি থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেন এধরনের পোস্ট তিনি করলেন, তা নিয়ে তীর্থঙ্করবাবুকে জিজ্ঞাসাবাদ করবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার এক অফিসার। 
  • Link to this news (বর্তমান)