• অভীকে দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্যভবন
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, রামপুরহাট: এসএসকেএম হাসপাতালের প্রথম বর্ষের পিজিটি অভীক দে’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্যভবনের শিক্ষা শাখা। চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিটির চেয়ারপার্সন এনআরএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী। সদস্যরা হলেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উত্সব দাঁ, এসএসকেএমের ডিন ও অধ্যাপক অভিজিত্ হাজরা ও কনভেনর আরামবাগ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রমাপ্রসাদ রায়।

    অন্যদিকে,  অভীক দে ও অনিকেত গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরও তিন ছাত্রকে হস্টেল থেকে সাসপেন্ড করল রামপুরহাট মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এই তিন ছাত্রের নামে থ্রেট কালচার চালানোর অভিযোগ তুলে অধ্যক্ষকে ডেপুটেশন দেন জুনিয়র চিকিৎসকরা। অভিযোগের তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেন অধ্যক্ষ। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তিনজনকে হস্টেল থেকে সাসপেন্ড করা হয়। ওই তিনজনের মধ্যে ফাইনাল ইয়ারের এক ছাত্রকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাকি এক ফাইনাল ইয়ারের ছাত্রকে তিনমাস এবং এক ইন্টার্নকে ছ’মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড থাকাকালীন দুই ছাত্রের আচার-ব্যবহার মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলেজ কর্তৃপক্ষ। ইর্ন্টান শাহবাজ শেখ বলেন, অভীক দে ও অনিকেত গঙ্গোপাধ্যায়ের কথামতো থ্রেট কালচার চালাতেন ওই তিনজন। পুরো বিষয়টি অধ্যক্ষকে লিখিতভাবে জানাই। কলেজ কর্তৃপক্ষ তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। 

    অন্যদিকে, বুধবার জুনিয়র চিকিৎসকরা অধ্যক্ষর কাছে পরীক্ষায় মাকর্স ট্যাম্পারিংয়ের অভিযোগ তোলেন। বৃহস্পতিবার সেই তথ্য সহ ২৪জন ছাত্রের নামের তালিকা তাঁরা অধ্যক্ষর কাছে জমা দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যেখানে নম্বর পাওয়ার পর সাদা রং দিয়ে ঢেকে বেশি নম্বর দেওয়া হয়েছে। অধ্যক্ষ করবী বড়াল বলেন, তদন্তের জন্য এই ছাত্রদের নামের তালিকা মেডিক্যাল ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসার পরই ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)