• পেট্রাপোলে যানজট, সুরাহায় আগ্রহী জাপান
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চলে যেসব রুটে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হল পেট্রাপোল। পণ্য পরিবহণের ক্ষেত্রে ওই কাস্টমস চেক পোস্টে দীর্ঘ যানজট হয়। বাণিজ্যের ক্ষেত্রে তা বেশ সমস্যার সৃষ্টি করে। সেই জট কাটাতে উদ্যোগী হতে চায় জাপান। ক্যালকাটা চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানালেন কলকাতায় নিযুক্ত জাপানি কনসাল জেনারেল নাকাগায়ি কোইচি। এই ব্যাপারে কোনও নির্দিষ্ট প্রকল্পের কথা না জানিয়েও তিনি বলেন, কোন পথে এই সমস্যার সমাধান করা যায়, তার জন্য আলোচনায় রাজি জাপান। এই জাপানি কূটনীতিক জানান, ভারতে তাঁদের দেশের ১,৪০০টি সংস্থা কাজ করছে। সেগুলির মধ্যে ২৫টির প্রধান কার্যালয় চালু রয়েছে পশ্চিমবঙ্গে। তাঁর কথায়, জাপান ভারতের সঙ্গে পরিকাঠামো ক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। সেই তালিকায় আছে উচ্চগতির ট্রেন, গ্রিন এনার্জি, বৈদ্যুতিক গাড়ি প্রভৃতি। 
  • Link to this news (বর্তমান)