• বৃষ্টি বৃদ্ধিতে কমল বিদ্যুতের চাহিদা
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালের আগস্টের তুলনায় গতমাসে দেশে সার্বিকভাবে বৃষ্টি বেড়েছে ৭ শতাংশ। তার ফলে কমেছে বিদ্যুতের চাহিদা। এমনটাই দাবি করল ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল। তাদের দাবি, গত আগস্টে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪,৪০০ কোটি ইউনিট। তা গতবছর আগস্টের তুলনায় ৫.৩ শতংশ কম। যেসব রাজ্যে সেচনির্ভর চাষ হয়, সেখানেই বিদ্যুতের চাহিদা সবচেয়ে কমেছে বলে তাদের দাবি। সেই তালিকায় সবার আগে আছে রাজস্থান। সেখানে বিদ্যুতের চাহিদা কমেছে ২৫ শতাংশ। সেই হার ১৩ শতাংশ মধ্যপ্রদেশে। তৃতীয় স্থানে আছে বিহার। তবে পশ্চিমবঙ্গে বিদ্যুতের চাহিদার ক্ষেত্রে বড় কোনও তফাত হয়নি বলেই তারা জানিয়েছে।
  • Link to this news (বর্তমান)