• প্রাকপুজোর শনি-রবিতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে বাড়তি মেট্রো
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু হয়ে গিয়েছে শারদোৎসবের কাউন্টডাউন। আগামী মাসের গোড়া থেকেই আম বাঙালি মেতে উঠবে বাংলার শ্রেষ্ঠ উৎসবের আনন্দে। ফলে এখন থেকেই ভিড় বাড়ছে বাজারহাটে। পুজোর কেনাকাটা সবে শুরু হয়েছে। প্রাকপুজোর এই সময়ে উইক-এন্ডে কেনাকাটার সেই ভিড় আরও কয়েক গুন বৃদ্ধি পাবে। যাত্রীদের বাড়তি চাপ পড়বে মেট্রোতেও। সেই কথা মাথায় রেখে শনি-রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল রেল। কেবলমাত্র কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো করিডরে এই বিশেষ পরিষেবা মিলবে। বছরের অন্য সময় শনিবার এই নর্থ-সাউথ করিডরে সারাদিনে ২৩৪টি মেট্রো চলে। সেই জায়গায় আগামী ১৪ এবং ২১ সেপ্টেম্বর শনিবার চলবে ২৬২টি মেট্রো। অর্থাৎ আগামী দু’সপ্তাহেক  শনিবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে বাড়তি ২৮টি মেট্রো চলবে। আগামী ২৮ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর—এই দুই শনিবারে পরিষেবা আরও বাড়তে চলেছে। এই দু’টি শনিবার বছরের অন্যান্য সময়ের তুলনায় ৫৪টি বাড়তি মেট্রো চালাবে রেল (মোট ২৮৮টি)। বছরের অন্যান্য সময় রবিবার এই করিডরে ১৩০টি মেট্রো পরিষেবা বরাদ্দ থাকে। প্রাকপুজোর রবিবারগুলিতে পরিষেবার সংখ্যা একলাফে ৬৬টি বেড়ে সব মিলিয়ে ১৯৬টি হতে চলেছে। ১৫ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর—এই চারটি রবিবারে বাড়তি পরিষেবা পাবেন যাত্রীরা। তবে এই শনি ও রবিবারগুলিতে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। 
  • Link to this news (বর্তমান)