• এক মাসের মধ্যে মা-বাবার খোরপোশ মেটান, নির্দেশ আদালতের
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক মাসের মধ্যে বৃদ্ধ বাবা‑মা’র বকেয়া খোরপোশের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার শিয়ালদহ আদালত ওই নির্দেশ দেয়। বিচারকের মন্তব্য, ‘আগে আদালতের নির্দেশ মেনে বাবা‑মা’র বকেয়া টাকা মেটান, তারপর আপনার বক্তব্য শুনবে কোর্ট।’ ২০২৩ সালে কাশীপুর থানার বিটি রোডের বাসিন্দা শচীন কর্মকার তাঁর ছেলের বিরুদ্ধে খোরপোশের মামলা দায়ের করেন শিয়ালদহ আদালতে। বৃদ্ধের অভিযোগ ছিল, ‘বিয়ের পর থেকেই ছেলে পাল্টে যায়। সে বাবা‑মা’র ভার নিতে অস্বীকার করে। অথচ সে আমার বাড়িতেই দু’টি ঘর দখল করে রয়েছে।’ অভিযোগের ভিত্তিতে আদালত দীর্ঘ শুনানির শেষে শচীনবাবুর ছেলে বাপ্পা কর্মকারকে এক অন্তর্বর্তী নির্দেশে প্রতি মাসে ছ’হাজার টাকা করে খোরপোশের নির্দেশ দেয়। তারপরেও গত চার মাস তাঁরা খোরপোশের টাকা পাননি। ফলে ওই দম্পতি ফের আদালতের দ্বারস্থ হন। এদিন ছিল তার শুনানি। শচীনবাবুর ছেলে তাঁর আইনজীবীর মাধ্যমে তাঁদের বক্তব্য পেশ করতে গেলে বিচারক উষ্মা প্রকাশ করে ওই কড়া নির্দেশ দেন। শচীনবাবুর ছেলে এদিন বলেন, ‘আমি কোনও মন্তব্য করব না। যা বলার আমার আইনজীবী বলবেন।’
  • Link to this news (বর্তমান)