শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল ৩৮টি লোকাল, কোন কোন ট্রেন? পুরো লিস্ট রইল
আজ তক | ১৩ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ও রবিবার শিয়ালদা বনগাঁ শাখায় অনেক ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল। মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামিকাল অর্থাৎ ১৪ সেপ্টেম্বর এবং তারপরের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর মোট ৪০টি লোকাল ট্রেন বাতিল (40 Local Train Cancel) করা হয়েছে। সূত্রের খবর, উড়ালপুলের রক্ষণাবেক্ষনের জন্য এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। উৎসবের মরশুমের শুরুর মুখে এই ট্রেন বাতিলের ধাক্কায় ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। একই সঙ্গে বনগাঁ শাখার নিত্যযাত্রীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে।
কতক্ষণ বন্ধ থাকতে পারে পরিষেবা?
৪০টি লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়েছে। আগামিকাল শনিবার আপ লাইনে রাত ১০টা ৩০মিনিট থেকে রবিবার সকাল ১০টা ৩০মিনিট পর্যন্ত এবং শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ডাউন লাইনে এই রক্ষণাবেক্ষণ করার কাজ চলবে।
আগামী ১৫ তারিখ রবিবার বেশ কয়েকটি লোকাল ট্রেন বারাসাত থেকেই যাত্রা শুরু করবে বলেই পূর্ব রেল জানিয়েছে। বনগাঁ শিয়ালদা শাখায় ৩৩৮১৬, ৩৩৮২২, ৩৩৮২৪, ৩৩৮২৬ লোকাল, হাসনাবাদ শিয়ালদা শাখায় ৩৩৫১৬, ৩৩৫১৮ লোকাল, হাবড়া শিয়ালদা শাখায় ৩৩৬৫৪ লোকাল, বনগাঁ মাঝেরহাট শাখায় ৩০৩৪৪ লোকাল, হাসনাবাদ বিবিডি বাগ শাখায় ৩০৩২২ লোকাল, হাসনাবাদ মাঝেরহাট শাখায় ৩০৩২৪ লোকাল, শিয়ালদা বনগাঁ শাখায় ৩৩৮১৯, ৩৩৮২১, ৩৩৮২৩ লোকাল, শিয়ালদা হাসনাবাদ শাখায় ৩৩৫১৩, ৩৩৫১৫, ৩৩৫১৯ লোকাল, শিয়ালদা হাবড়া শাখায় ৩৩৬৫৩, শিয়ালদা গোবরডাঙ্গা শাখায় ৩৩৬৮১ লোকাল, মাঝেরহাট দত্তপুকুর শাখায় ৩০৩১৭, শিয়ালদা দত্তপুকুর শাখায় ৩৩৬১৭, মাঝেরহাট হাসনাবাদ শাখায় ৩০৩৬১ লোকাল, মাঝেরহাট হাবড়া শাখায় ৩০৩৩৩ লোকাল ট্রেনগুলি বারাসত থেকে যাত্রা শুরু করবে বা যাত্রা শেষ করবে।
একই সঙ্গে জানানো হয়েছে, ১৫ তারিখ রবিবার রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হওয়ার পর ডাউন লাইনে ৩৩৮২৮ বনগাঁ শিয়ালদা লোকাল বনগাঁ থেকে সকাল ৯ টা ২০ মিনিটে ছাড়বে। ৩৩৫২০ হাসনাবাদ শিয়ালদা লোকাল হাসনাবাদ থেকে সকাল ১০ টা ৪৭ মিনিটে ছাড়বে। আপ লাইনে ৩৩৮২৫ শিয়ালদা বনগাঁ লোকাল শিয়ালদা থেকে সকাল ১০ টা ৮ মিনিটে ছাড়বে। ৩৩৫২৩ শিয়ালদা হাসনাবাদ লোকাল শিয়ালদা থেকে বেলা ১২ টা ১৮ মিনিটে ছাড়বে। যাত্রীদের নিরাপত্তার জন্য এই রক্ষণাবেক্ষণের কাজ অতি জরুরি বলেই পূর্ব রেল জানিয়ে দিয়েছে।