• সঞ্জয়ের পরিত্রাণের ভরসা এক মহিলাই! কে এই কবিতা সরকার?
    ২৪ ঘন্টা | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা মহিলা ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় ইতোমধ্যেই উত্তাল বাংলা। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে এবং নিরাপত্তার জন্য পথে নেমেছে মহিলারা। আর এই মামলা শহরের কোনও আইনজীবীর কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং মামলাগুলির মধ্যে একটা তা বলাই বাহুল্য। অভিযুক্ত সঞ্জয় রায়ের আইনজীবী এক মহিলাই। কলকাতার আইনজীবী কবিতা সরকার সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়ছেন।

    এমন জঘন্য অপরাধের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের রক্ষা করার জন্য আইনজীবী পাওয়া কঠিন। যেখানে এই মামলা নিয়ে সারা রাজ্য় এমনকী দেশ জুড়ে ভয়ংকর প্রতিবাদ চলছে। সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে প্রথমে মামলা লড়তেই চাননি কোনও আইনজীবী। পরে আদালত কর্তৃক কবিতাকে নিযুক্ত করা হয়েছে এই মামলা লড়ার জন্য।

    কে এই কবিতা সরকার? ৫২ বছর বয়সী একজন আইনজীবী, তার ২৫ বছরের আইনি কেরিয়ারে সবচেয়ে কঠিন মামলা পেয়েছেন। তাকে শিয়ালদহ আদালত আরজি কর ধর্ষণ-খুনের অভিযুক্ত সঞ্জয় রায়ের পক্ষে সওয়াল করতে বলেছে। কারণ অন্যকোনও আইনজীবী তা করতে প্রস্তুত নয়, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ (SALSA)-এর শিয়ালদহে একমাত্র স্থায়ী আইনজীবী আদালতে সঞ্জয়ের হয়ে লড়ছেন৷

    এক জাতীয় সংবাদপত্রে দেওয়া সাক্ষাত্‍কারে কবিতা সরকার বলেন, 'সবার মতো আমিও নির্যাতিতার বিচার চাই। কিন্তু আমার কাছে ন্যায়বিচার শুধুমাত্র আদালতের বিচারের পরেই হয়, আগে নয়। অভিযুক্ত-সহ এই দেশে প্রত্যেকেরই ন্যায্য বিচারের অধিকার রয়েছে৷' এই ইস্যুতে রাজ্য, দেশ এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মহিলাদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রতিক্রিয়া জানিয়ে সরকার বলেন, “আমাকে আমার কাজ করতে হবে। তাঁর মক্কেল এই অপরাধের সঙ্গে জড়িত নয়, যার জন্য তাঁর তদন্ত চলছে। এটা একটা ঘটনা নয়। অতীতেও আমাকে আমার বেতন থেকে জামিন বন্ড দিতে হয়েছে। আদালত আমাকে আসামিদের প্রতিনিধিত্ব করতে বলেছেন। যা আমি করব।' 

    ওই আইনজীবী আরও বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের দাবিকে সমর্থন করি না। আমার কাজে যাবজ্জীবন কারাবাস সর্বোচ্চ শাস্তির বিধান। আমার কাজের অংশ হিসাবে, জেলে বিশেষ করে প্রেসিডেন্সি ওমেনস কারেকশনাল হোমে গিয়েছি। একজন ব্যক্তিকে, তার জীবদ্দশায়, অপরাধের জন্য আত্মদর্শন এবং বিলাপ করার অনুমতি দিতে হবে। এছাড়াও আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আইন বলে যে অভিযুক্ত একজন নির্দোষ, যতক্ষণ না সে দোষী প্রমাণিত হয়।'

  • Link to this news (২৪ ঘন্টা)