• পুলকার থেকে নামতেই বমি! শহরের নামী বেসরকারি স্কুলে মৃত্যু ৪ বছরের শিশুর..
    ২৪ ঘন্টা | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • বিক্রম দাস:  স্কুলে পৌছানোর পর হঠাত্‍-ই অসুস্থতা! হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না! মৃত্যু হল চার বছরের শিশুর। কীভাবে? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস।

    মধ্য কলকাতায় এক নামী বেসরকারি স্কুলে নার্সারিতে পড়ত সে। রোজ সকালে পুলকারে ছেলেকে স্কুলে পাঠাতেন বাবা-মা। আজ, শুক্রবারও পুলকারেই স্কুলে গিয়েছিল ওই শিশু। পুলিস সূত্রে খবর, পুলকার থেকে নামার পর বমি শুরু হয় তার। স্কুলেও বেশ কয়েকবার বমি করে সে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে এনআরএস হাসপাতাল। এনআরএসে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। 

    পরিবারের সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার থেকে শিশুটি কিছুটা অসুস্থ ছিল। কিন্তু পুলকার থেকে নামার পর কেন বমি শুরু হল? তা স্পষ্ট নয় এখনও। দেহ ময়নাতদন্তের পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে নিউ আলিপুর থানায়। পুলকারে আরও যারা ছিল, সেই শিশুদের সঙ্গে কথা বলবে পুলিস। যোগাযোগ করা হচ্ছে পুলকারের চালকের সঙ্গেও। স্কুল কর্তৃপক্ষ ও মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে পুলিস। ঘটনার শোকস্তম্ভ শিশুটির পরিবার।

  • Link to this news (২৪ ঘন্টা)