• শনি ও রবিতে শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল বহু ট্রেন, চূড়ান্ত যাত্রী ভোগান্তির আশঙ্কা
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাটি ও মধ্যমগ্রামের মাঝে মেরামতির কাজ হবে। সেই কারণে সপ্তাহান্তে ফের শিয়ালদহ-বনগাঁ শাখার বাতিল একাধিক ট্রেন। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। এদিকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানাল রেল।

    রেল সূত্রে খবর, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজে কাজ হবে। শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত কাজ চলবে। সেই কারণে বাতিল করা হচ্ছে মোট ৩৮ টি লোকাল ট্রেন। দেখে নিন বাতিল থাকবে কোন কোন ট্রেন।

    শনিবার

    শিয়ালদহ-বনগাঁ- 33856, 33860, 33861, 33863 (আপ-ডাউন)হাসনাবাদ-শিয়ালদহ- 33533, 33538 (আপ-ডাউন)

    রবিবার

    বনগাঁ-শিয়ালদহ- 33812, 33814, 33818, 33820, 33811, 33813, 33815, 33817 (আপ-ডাউন)হাসনাবাদ-শিয়ালদহ- 33511,33517, 33512, 33514 (আপ-ডাউন)দত্তপুকুর-শিয়ালদহ- 33612, 33618, 33613 (আপ-ডাউন)বনগাঁ-মাঝেরহাট-30342 লক্ষ্মীকান্তপুর-নামখানা- 34924, 34923 (আপ-ডাউন)মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- 30712, 30711 (আপ-ডাউন)হাবরা-শিয়ালদহ- 33652, 33651 (আপ-ডাউন)বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি- 30145 মাঝেরহাট-মধ্যমগ্রাম- 30357, 30358মাঝেরহাট-বারাসত- 30351।বারাসত-বনগাঁ- 33361বারাসাত-শিয়ালদহ: 33432, 33434, 33431, 33435, 33439বারাসাত–দত্তপুকুর: 33357দত্তপুকুর–শিয়ালদহ: 33616

    ঘুরপথে চলবে যে ট্রেনগুলি-

    বনগাঁ-মাঝেরহাট: 30344হাসনাবাদ-বিবাদী বাগ: 30322হাসনাবাদ- মাঝেরহাট: 30324শিয়ালদহ-বনগাঁ: 33819, 33821, 33823শিয়ালদহ-হাসনাবাদ: 33513, 33515, 33519শিয়ালদহ-হাবরা: 33653শিয়ালদহ-গোবরডাঙ্গা: 33681মাঝেরহাট-দত্তপুকুর: 30317 শিয়ালদহ-দত্তপুকুর: 33617 মাঝেরহাট-হাসনাবাদ: 30361 মাঝেরহাট-হাবড়া: 30333   

    বনগাঁ-শিয়ালদা: 33816, 33822, 33824, 33826। হাসনাবাদ-শিয়ালদহ: 33516, 33518। হাবড়া-শিয়ালদা: 33654
  • Link to this news (প্রতিদিন)