• তৃণমূল
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • এই সময়: স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের লাগাতার অবস্থানে একদা মাদক মামলায় নাম জড়ানো বিজেপি-যুবনেত্রী পামেলা গোস্বামীর উপস্থিতি নিয়ে গেরুয়া শিবিরকে তুলোধোনা করল তৃণমূল। অবস্থানে পামেলার একাধিক ছবি বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করেছে তৃণমূল। তৃণমূল-প্রভাবিত ফেসবুক পেজেও ভিডিয়ো পোস্ট করা হয়েছে।পামেলার উপস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা এ দিন বলেন, ‘জুনিয়র ডাক্তারদের বলছি, সাবধানে থাকুন। বিজেপি আপনাদের প্রভাবিত করতে চাইছে। সতর্ক থাকুন।’ আবার, জুনিয়র ডাক্তারদের সঙ্গে পামেলা-সহ বিজেপির কী সম্পর্ক রয়েছে — সে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।

    তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদের কথায়, ‘পামেলা বিজেপির নেত্রী। এক সময়ে কোকেন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। উনি দোষী, নাকি পরে ওই মামলা থেকে বেরিয়ে গিয়েছেন, তার মধ্যে যাচ্ছি না। উনি দেখলাম ওখানে (অবস্থানে) বিভিন্ন জিনিসপত্র দিচ্ছেন। এই রসদ কি চেয়ে নেওয়া হচ্ছে? নাকি এমনি যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।’

    তৃণমূলের আক্রমণের মুখে পামেলা এ দিন বলেন, ‘কোনও রাজনৈতিক উদ্দেশ্য, পতাকা নিয়ে যাইনি। একজন মহিলা, একজন নাগরিক হিসেবে ওখানে গিয়েছিলাম। মানবিকতা থাকলে কুণাল ঘোষ আপনিও ওখানে যেতে পারেন। এই দেশে অরাজনৈতিক বলে কেউ আছে? সকলের ভোটাধিকার আছে। সব নাগরিকই কোনও না কোনও দলকে ভোট দেন।’

    পাশাপাশি এক্স হ্যান্ডলে বিভিন্ন নথি পোস্ট করে বিজেপির এই নেত্রীর দাবি, ‘রাজ্য পুলিশ এই মামলা থেকে আমার নাম বাদ দিয়েছে। ট্রায়াল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি অব্যাহতি পেয়েছি।’ যদিও একজন রাজনৈতিক নেত্রী অবস্থানে উপস্থিত থাকলে আন্দোলন কতখানি ‘অরাজনৈতিক’ থাকে, তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলে তৃণমূলের বক্তব্য।

    ২০২১-এর ফেব্রুয়ারিতে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পামেলা। সে বছর ডিসেম্বরে জামিন পান। রাজ্য বিজেপির যুব শাখার প্রথম সারিতে না থাকলেও এখনও সক্রিয় রাজনীতিতে রয়েছেন তিনি।
  • Link to this news (এই সময়)