হাসছে দুর্গাপুর ও বোলপুর! বাংলার ২ বন্দে ভারত কোথায় দাঁড়াবে? রইল পুরো টাইমটেবিল
হিন্দুস্তান টাইমস | ১৩ সেপ্টেম্বর ২০২৪
পশ্চিমবঙ্গে পূর্ব রেলের ঝুলিতে জোড়া বন্দে ভারত এক্সপ্রেস এল। আগামী রবিবার ওই দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হবে। একটি চলবে হাওড়া এবং গয়ার মধ্যে। অপরটি হাওড়া এবং ভাগলপুরের মধ্যে চলবে। আর সরকারিভাবে সেই দুটি ট্রেনের টাইমটেবিল প্রকাশ করা হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। সপ্তাহে ছ'দিন চলবে। বৃহস্পতিবার চালানো হবে না। অন্যদিকে, হাওড়া-গয়া রুটে আট কোচের বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ছুটবে সেই বন্দে ভারত এক্সপ্রেস।
১) হাওড়া: সকাল ৬ টা ৫৯ মিনিটে ছা়ড়বে।
২) দুর্গাপুর: সকাল ৮ টা ২৮ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৩) আসানসোল: সকাল ৮ টা ৫৩ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।