• হঠাৎ খাবারের প্যাকেট দিয়ে যাচ্ছেন ডেলিভারি বয়, অবস্থানরত জুনিয়র ডাক্তারদের জন্য কারা Swiggy-Zomato করছেন?
    আজ তক | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • বিচারের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। একাধিক দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ প্রদর্শন করছেন তাঁরা। স্বাস্থ্য ভবনের সামনে টানা ৪ দিন ধরে চলছে অবস্থান। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছে নাগরিক সমাজ।   Swiggy-Zomato-র মতো বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপে অর্ডার করা হচ্ছে জল, খাবার। যা জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছে দিচ্ছেন ডেলিভারি বয়রা। 

    'তোমাদের লড়াইয়ে আমরা পাশে আছি', এই বার্তাই দিচ্ছে নাগরিক সমাজ। আর সেই কারণেই সমাজের একটা বড় অংশ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের জন্য জল-খাবার পৌঁছে দিচ্ছে। কেউ পাঠাচ্ছেন খাবার, আবার কেউ পাঠাচ্ছেন জল। বিক্ষোভস্থলে প্রচুর জলের প্যাকেট দেখা গিয়েছে। তবে কারা অর্ডার করছেন, তাঁদের নাম-পরিচয় জানা যাচ্ছে না।

    ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক শুভায়ন জানালেন, সুইগি, জোমাটো, ব্লিকিটের মতো বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার, জল,  ওআরএস পাঠানো হচ্ছে। তাঁর কথায়, 'অনেক ক্ষেত্রে আমরা জানি না, কে পাঠাচ্ছেন। ডেলিভারি বয়রা এসে বলছেন, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তার দেখতে পেলে তাঁদের খাবারের প্যাকেট দিন।' সুইগির এক ডেলিভারি বয় জোতিশ জানালেন, তিনি গত ৩ দিনে জল, খাবার পৌঁছে দিয়েছেন। 

    অন্য দিকে, সুপ্রিম কোর্টের ডেডলাইন পার হলেও এখনও কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করেছেন তাঁরা। আন্দোলনের সুর ক্রমেই তীব্র হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে সরকারপক্ষের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছে। 

     আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নিজেদের হেফাজতে চাইলই না সিবিআই। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ-সহ ৪ জনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর পরই সন্দীপকে ঘিরে ক্ষোভ তৈরি হয়। সন্দীপের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। প্রায় দু'সপ্তাহ ধরে সন্দীপকে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। শেষে কৌশিকী অমাবস্যার দিন সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। আরজি করে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। তারপর থেকে সিবিআই হেফাজতে ছিলেন সন্দীপ। সন্দীপের পলিগ্রাফ পরীক্ষাও করানো হয়। অন্য দিকে,  সন্দীপকে লক্ষ্য করে 'চোর, চোর' স্লোগান দেওয়া হয়। গত সপ্তাহেও আদালত চত্বরে সন্দীপকে লক্ষ্য করে 'চোর, চোর' স্লোগান দেওয়া হয়েছিল। শুধু তা নয়, সন্দীপকে সপাটে চড় কষান এক ব্যক্তি। গত মঙ্গলবার আলিপুর আদালত চত্বরে এই ঘটনা ঘটে। আদালত থেকে সন্দীপকে বার করা হচ্ছিল। সেই সময়ই তাঁকে এক ব্যক্তি চড় কষান বলে অভিযোগ। সন্দীপকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। আদালত থেকে সন্দীপকে বেরোনোর সময় তাঁকে এক ব্যক্তি চড় মারেন বলে অভিযোগ।
  • Link to this news (আজ তক)